For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন পদ্ধতিতে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে পিকের টিম! ২০২১-এর বিধানসভার আগে চাপে তৃণমূল বিধায়করা

দিদিকে বলো কর্মসূচিতে সাফল্যের পর নতুন গতিতে কাজ শুরু করেছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের টিম। এবার তারা সরাসরি পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের কাছে। স্থানীয় বিধায়কদের সম্পর্কে মতামত নেওয়া হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

দিদিকে বলো কর্মসূচিতে সাফল্যের পর নতুন গতিতে কাজ শুরু করেছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের টিম। এবার তারা সরাসরি পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের কাছে। স্থানীয় বিধায়কদের সম্পর্কে মতামত নেওয়া হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী পিকের টিমের এই কাজেই চাপে পড়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের অনেক বিধায়ক।

সরাসরি সাধারণ মানুষের কাছে পিকের টিম

সরাসরি সাধারণ মানুষের কাছে পিকের টিম

সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে পিকের টিম। সরকারি বেসরকারি চাকুরে থেকে ছোট ব্যবসায়ী অনেক মানুষের কাছেই পৌঁছে গিয়েছে প্রশান্ত কিশোর টিম। প্রতিদিনই সামনাসামনি কিংবা ফোনে তাঁদের মতামত নেওয়া হচ্ছে।

বিধায়ক সম্পর্কে প্রশ্ন

বিধায়ক সম্পর্কে প্রশ্ন

সূত্রের খবর অনুযায়ী, প্রশান্ত কিশোরের টিম সরাসরি প্রশ্ন রাখছে স্থানীয় বিধায়ক সম্পর্কে। সেই বিধায়ক কেমন, তিনি কেমন কাজ করেন, কিংবা এলাকায় কতটা সময় তিনি দেন, এমনটাই সব প্রশ্ন রাখা হচ্ছে সাধারণ মানুষের কাছে। প্রশ্ন করার পর একেবারে শেষে জানতে চাওয়া হচ্ছে ১০-এর মধ্যে তিনি বিধায়ককে কত দিতে চান।

 প্রার্থী বাছাই শুরু

প্রার্থী বাছাই শুরু

তৃণমূলের একটি সূত্র বলছে, বিধায়কদের সম্পর্কে খোঁজ খবর করে এখন থেকেই প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছে প্রশান্ত কিশোরের সংস্থা।

তৈরি করা হচ্ছে বিকল্পের নাম

তৈরি করা হচ্ছে বিকল্পের নাম

এইভাবে প্রতিটি কেন্দ্রে একাধিক সম্ভাব্য প্রার্থীর তালিকাও তৈরি করা হচ্ছে। যেসব কেন্দ্রে বিধায়ক সম্পর্কে নেতিবাচক কিছু পাওয়া যাচ্ছে, সেই সব জায়গায় বিকল্প নাম জানতে চাওয়া হচ্ছে। আবার নিজেরাই বিকল্প নাম বলে, সেই নেতার সম্পর্কে জেনে নিতে চাইছে প্রশান্ত কিশোরের টিম।

নানবতী কমিশনের ফাইনাল রিপোর্ট পেশ গুজরাত বিধানসভায়! গোধরা হিংসায় নরেন্দ্র মোদীকে ক্লিনচিটনানবতী কমিশনের ফাইনাল রিপোর্ট পেশ গুজরাত বিধানসভায়! গোধরা হিংসায় নরেন্দ্র মোদীকে ক্লিনচিট

English summary
Prashant Kishore's team goes to the local people to know the performance of the TMC MLAs. Prashant Kishore's team also making list of probable names for candidature.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X