For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার বাংলায় সরকার গড়বে বিজেপি, আই প্যাক এর সমীক্ষায় এই চিত্র ধরা পড়েছে বলে ফাঁস করলেন খোদ প্রশান্ত কিশোর

এবার বাংলায় সরকার গড়বে বিজেপি, আই প্যাক এর সমীক্ষায় এই চিত্র ধরা পড়েছে বলে ফাঁস করলেন খোদ প্রশান্ত কিশোর

Google Oneindia Bengali News

বাংলার ভোটে জয় হবে বিজেপিরই। বলছেন তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী প্রশান্ত কিশোর। এমনই বিস্ফোরক অডিও টেপ ফাঁস করলেন বিজেপি নেতা অমিত মালব্য। যদিও সেই অডিও টেপের সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া। সেই অডিও টেপে প্রশান্ত কিশোরকে বলতে শোনা গিয়েছে। মমতা এবং মোদীর জনপ্রিয়তা সমান। বাংলার ভোটে মেরুকরণ হয়েছে। তপশিলি ও মতুয়ারা ভোট দিচ্ছে বিজেপিকেই। কাজেই বাংলার ভোটে বিজেপির জয় হবে বলে প্রশান্ত কিশোরকে অডিও টেপে বলতে শোনা গিয়েছে। চতুর্থ দফার ভোটের সকালেই প্রশান্ত কিশোরের এই অডিও চেপ চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

চতুর্থ দফার ভোট

চতুর্থ দফার ভোট

চতুর্থ দফার ভোট চলছে রাজ্যে। আট দফার ভোটে সবে অর্ধেক দফা চলছে। আর্থাৎ বঙ্গে ৯১ আসনের ভোট ৩ দফায় হয়ে গিয়েছে। আজ ৪৪ আসনে ভোটগ্রহন হচ্ছে। কাজেই আজ চতুর্থ দফার ভোট শেষ হলেই বাংলার রাজনৈতিক চিত্রটা অনেকটাই স্পষ্ট হয়ে যাবে। তাই আজ সকাল থেকেই জেলায় জেলায় উত্তেজনার ছবি ধরা পড়েছে। ইতিমধ্যেই ভোটের বলি হয়েছে একজন। কোচবিহারে গুলিতে মারা গিয়েছেন একজন।

প্রশান্ত কিশোরের অডি টেপ

প্রশান্ত কিশোরের অডি টেপ

চতুর্থ দফার ভোটের শুরুতেই অডিও টেপ প্রকাশ করেছেন অমিত মালব্য। তাতে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোরের অডিও টেপ ফাঁস করা হয়েছে। তাতে প্রশান্ত কিশোরকে বলতে শোনা গিয়েছে, এবার বাংলায় সরকার গড়বে বিজেপি। মমতা ও মোদীর জনপ্রিয়তা সমান। বাংলায় মেরুকরণের ভোট হচ্ছে। মতুয়া ও তপশিলি জাতিদের ভোট বিজেপিদের দিকে চলে গিয়েছে। প্রশান্ত কিশোরকে অডিও টেপে এই সব বলতে শোনা গিেয়ছে। তারপরেই শোরগোল পড়ে গিয়েেছ রাজনৈতিক মহলে।

প্রশান্ত কিশোরের প্রতিক্রিয়া

প্রশান্ত কিশোরের প্রতিক্রিয়া

অডিও টেপের সত্যতা যদি ওয়ান ইন্ডিয়া যাচাই করেনি। তবে প্রশান্ত কিশোর এর প্রতিক্রিয়া িদয়েছেন। তিনি দাবি করেছেন ক্লাব হাউস চ্যাটকে সত্যি বলে ভেবে নিয়েছে বিজেপি। পুরো অডিও টেপ প্রকাশ্যে আনা হোক। যদিও প্রশান্ত কিশোরের এই অডিও টেপে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। চতুর্থ দফার ভোটের দিনে এই অডিও টেপ অনেকটাই অস্বস্তি বাড়িয়েছে শাসক দলের। প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে অন্তর্ঘাত করলেন প্রশান্ত কিশোর। তৃণমূলের এক শ্রেণির কর্মী সমর্থকরা কিন্তু সেটা ভাবতে শুরু করে দিয়েছেন।

বিজেপির প্রতিক্রিয়া

বিজেপির প্রতিক্রিয়া

এদিকে প্রশান্ত কিশোররে এই মন্তব্য তৃণমূলের কফিনে শেষ পেরেক পুঁতল বলে মন্তব্য করেছেন কোচবিহারের বিজেপি সাংসদ নীশীথ প্রামানিক। ডোমজুড়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রশান্ত কিশোরের স্ট্র্যাটেজি যে বাংলায় ফেল করবে তা স্পষ্ট হয়ে গিয়েছে। বাংলায় কেবল মাত্র মোদীজির স্ট্র্যাটেজি কাজ করবে।

লিকড অডিও নিয়ে প্রশান্ত কিশোরও ও ছুঁড়ে দিলেন মোক্ষম বাণ, বিজেপিকে দিলেন তাবড় চ্যালেঞ্জ লিকড অডিও নিয়ে প্রশান্ত কিশোরও ও ছুঁড়ে দিলেন মোক্ষম বাণ, বিজেপিকে দিলেন তাবড় চ্যালেঞ্জ

English summary
Prashant Kishore Audio tape tweet BJP leader Amit Malabya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X