For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশান্ত-কৌশলে বিজেপিকে ধরাশায়ী করতে তৎপর তৃণমূল, বড় থাবা গেরুয়া শিবিরে

প্রশান্ত কিশোরকে দিয়ে তৃণমূল কংগ্রেস ২০২১-এর আগে বিজেপিকে ধরাশায়ী করার পরিকল্পনা করেছে। ২০১৯-এর শেষে দায়িত্ব নিয়ে তিনি পাল্টা আক্রমণের রাস্তায় হেঁটেছিলেন।

Google Oneindia Bengali News

প্রশান্ত কিশোরকে দিয়ে তৃণমূল কংগ্রেস ২০২১-এর আগে বিজেপিকে ধরাশায়ী করার পরিকল্পনা করেছে। ২০১৯-এর শেষে দায়িত্ব নিয়ে তিনি বিজেপিকে পাল্টা আক্রমণের রাস্তায় হেঁটেছিলেন। বিজেপিতে ভাঙন ধরিয়ে তিনি তৃণমূলকে শক্তিশালী করার প্রয়াস জারি রেখেছিলেন। এবার তিনি আঘাত হানলেন বিজেপির 'নিউক্লিয়াস' আরএসএসে।

পাল্টা বিজেপির রাতের ঘুম কেড়ে নিয়েছেন প্রশান্ত

পাল্টা বিজেপির রাতের ঘুম কেড়ে নিয়েছেন প্রশান্ত

যখন তিনি দায়িত্ব নিয়েছিলেন তৃণমূলের, তখন বাংলার শাসক দলের মনোবল ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। প্রতিদিনই দফায় দফায় নেতারা বিজেপিতে যোগদান করছেন। মুকুল রায় তখন ত্রাস সঞ্চার করে চলেছেন তৃণমূল শিবিরে। গোটা তৃণমূলটাই তাসের ঘরের মতো ভেঙে পড়বে, এমনই অবস্থা। সেই পরিস্থিতি থেকে তৃণমূলকে উদ্ধার করে পাল্টা বিজেপির রাতের ঘুম কেড়ে নিয়েছেন তিনি।

তৃণমূলকে জয়ের সরণিতে ফেরাতে রণনীতি প্রশান্তর

তৃণমূলকে জয়ের সরণিতে ফেরাতে রণনীতি প্রশান্তর

প্রচার কৌশলী প্রশান্ত কিশোর, তৃণমূলকে জয়ের সরণিতে ফেরাতে রণনীতি ঠিক করে ফেলেন তৃণমূলের ভোট কৌশলের দায়িত্ব নিয়েই। বিজেপিতে ভাঙন ধরানোর মন্ত্র তিনি আরোপ করেন তৃণমূলের রন্ধ্রে রন্ধ্রে। বিজেপি ছেড়ে এবার তিনি আরএসএসের শ্রমিক সংগঠনেও ভাঙন ধরিয়ে দিলেন।

পিকের চাল, ১৪ জন আরএসএসের সংগঠন ছাড়ছেন!

পিকের চাল, ১৪ জন আরএসএসের সংগঠন ছাড়ছেন!

প্রশান্ত কিশোরের পরিকল্পনায় আরএসএসের শ্রমিক সংগঠনে ভাঙতে চলেছে বলে জল্পনা তৈরি হয়েছে। দার্জিলিং জেলার ২১ সদস্যের কমিটি থেকে জেলা সভাপতির নেতৃত্বে ১৪ জন সংগঠন ছাড়তে চলেছেন। ফলে আরএসএসের শ্রমিক সংগঠন ভেঙে তৃণমূল কংগ্রেসে যোগদানের সম্ভাবনা তৈরি হয়েছে। নকশালবাড়িতে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন তাঁরা।

বিজেপি ভাঙার পাশাপাশি আরএসএসও ভাঙছে তৃণমূল

বিজেপি ভাঙার পাশাপাশি আরএসএসও ভাঙছে তৃণমূল

২০২১-এর আগে বিজেপিকে ভাঙার পাশাপাশি আরএসএসকে ভাঙতে সমর্থ হলে তৃণমূল যে লড়াইয়ে বেশ খানিকটা এগিয়ে থাকবে, তা বলাই যায়। আসন্ন নির্বাচনের আগে পার্টির সংগঠনও বেশ মজবুত হবে। আর বিজেপিকে প্রবল চাপের মধ্যে ফেলে দেওয়া যাবে। গোটা জেলা জুড়েই এখন তা নিয়ে চর্চা চলছে।

আরএসএসের শ্রমিক সংগঠন ছেড়ে তৃণমূলে! পিকের থাবা

আরএসএসের শ্রমিক সংগঠন ছেড়ে তৃণমূলে! পিকের থাবা

আরএসএসের শ্রমিক সংগঠন ছেড়ে যাঁরা তৃণমূলে যোগ দেওয়ার কথা ভাবছেন, তাঁরা সকলেই প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। প্রশান্ত কিশোর দেখছেন, তাঁদের তৃণমূলে যোগদানের বিষয়টি। প্রশান্ত কিশোর তাঁর টিমকে দিয়ে বিরোধীদের ভেঙে তৃণমূলের ঘর গড়তে চাইছেন।

একুশের আগে চুপিসারে তৃণমূলের সংগঠন গড়ছে পিকের টিম

একুশের আগে চুপিসারে তৃণমূলের সংগঠন গড়ছে পিকের টিম

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের ভার্চুয়াল সমাবেশ থেকে ভুল করে দল ছাড়া নেতা-নেত্রীদের ফিরে আসার আহ্বান জানান। তারপরই প্রশান্ত কিশোর ঘোষণা করেন, তাঁর টিম তৃণমূলের সংগঠন জোরদার করতে ময়দানে নেমে কাজ করবে। বিরোধী দলের স্বচ্ছ ভাবমূর্তি থাকা নেতা-কর্মীদের তাঁর টিম বুঝিয়ে তৃণমূলে নিয়ে আসবে। সেই কাজটাই চুপিসারে করে চলেছে পিকের টিম।

বিজেপির মতানৈক্য কাজে লাগিয়ে কিস্তিমাত পিকের

বিজেপির মতানৈক্য কাজে লাগিয়ে কিস্তিমাত পিকের

দার্জিলিংয়ে জেলা সভাপতি নির্মল দে ও জেলা সম্পাদক বিশ্বজিৎ গুহর সঙ্গে মতানৈক্যকে কাজে লাগিয়েই প্রশান্ত কিশোরের টিম ঢুকে পড়ে। তারপর ১৪ জনকে তারা নিজে্দের দিকে নিয়ে আলসতে সমর্থ হন। তাদের দলবদল চূড়ান্ত হয়ে যায়। রবিবার তাঁদের আরএসএস ছেড়ে তৃণমূলে যোগদান করার কথা।

English summary
Prashant Kishor wants to build TMC breaking BJP and RSS also before 2021 Assembly Election. 14 RSS members with district president to join in TMC shortly.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X