For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে টক্কর দিতে বুথে ১০ জন এসসি-কর্মী চান! সমীক্ষার পর পিকের টোটকা

দলের নেটওয়ার্ক বিস্তার করতে হবে তৃণমূল স্তর পর্যন্ত। সেই লক্ষ্যে সাফল্য পেতে বুথ স্তরে কাজ করার জন্য পাঁচ থেকে দশ জন এসসি কর্মীর নাম জমা দিতে বলেছিলেন প্রশান্ত কিশোর।

Google Oneindia Bengali News

দলের নেটওয়ার্ক বিস্তার করতে হবে তৃণমূল স্তর পর্যন্ত। সেই লক্ষ্যে সাফল্য পেতে বুথ স্তরে কাজ করার জন্য পাঁচ থেকে দশ জন এসসি কর্মীর নাম জমা দিতে বলেছিলেন প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোরের টিম আই-প্যাক সম্প্রতি একটি সমীক্ষা চালিয়ে দেখেছে অনেক 'বুথ কর্মী'র সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই। তাই নতুন করে ভাবনা-চিন্তা শুরু করেছেন প্রশান্ত কিশোর।

দলিত ভোট সুরক্ষার জন্য

দলিত ভোট সুরক্ষার জন্য

বৃহস্পতিবার প্রশান্ত কিশোরের উপস্থিতিতে শাসকদলের শীর্ষনেতারা জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন। দলিত ভোট সুরক্ষার জন্য বুথ-স্তরে এসসি কর্মীদের সামনে আনতে হবে। বাংলায় বিজেপি এসসি ভোটারদেরও নিজেদের দিকে টানার চেষ্টা করছে।

বিজেপির পরিকল্পনায় জল ঢালতে

বিজেপির পরিকল্পনায় জল ঢালতে

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অক্টোবরে কলকাতা সফরের সময় বাংলায় বসবাসরত শরণার্থীদের আশ্বাস দিয়েছিলেন, তাদের কাউকেই ভারত ছাড়তে হবে না। তাঁদেরকে পার্টির দায়িত্বে আনার চেষ্টাও চালাচ্ছে। তৃণমূল এই প্রবণতা রুখতে বুথ পর্যায়ের সংগঠনে এসসি কর্মীদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে।

প্রশান্ত কিশোরকে অসহযোগিতা

প্রশান্ত কিশোরকে অসহযোগিতা

কিন্তু তৃণমূলের একটা অংশ আবার এই বিষয়ে ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে অসহযোগিতা করছে। প্রশান্ত কিশোর দলের নেতাদের কাছে সক্রিয় কর্মীদের নতুন তালিকা প্রেরণ করার আর্জি জানালেও, তা মান্যতা পাচ্ছে না। সেই তালিকায় উদ্ভট নাম পাওয়া যাচ্ছে।

বুথ-স্তরে দলের এসসি কর্মীদের

বুথ-স্তরে দলের এসসি কর্মীদের

তৃণমূলের এক নেতার মতে, দলিত ভোট সুরক্ষার জন্য বুথ-স্তরে দলের এসসি কর্মীদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা হয়েছিল। প্রশান্ত কিশোরের দেওয়া নির্দেশনা এড়িয়ে যাওয়ার কৌশলটি তখন প্রকাশ পায়নি। প্রশান্ত কিশোরের টিম আই-প্যাক একটি সমীক্ষাও চালিয়েছিল এবং সেই সমীক্ষায় অনেক ‘বুথ কর্মী'র কোনও রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না বলে জানা যায়।

English summary
Prashant Kishor wants 10 SC workers to beat BJP in 2021 Election. PK now create strategy to stop BJP in West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X