For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলের ভুল চালেই কি বাজিমাতের অপেক্ষা! পিকের কৌশলে ‘ঘর’ ভাঙছে বিজেপিরও

মুকুলের ভুল চালেই কি বাজিমাতের অপেক্ষা! পিকের কৌশলে ‘ঘর’ ভাঙছে বিজেপিরও

  • |
Google Oneindia Bengali News

মুকুল রায় রাজ্য রাজনীতিতে চাণক্য হিসেবে নিজেকে তুলে ধরেছেন তৃণমূলে থাকাকালীনই। তৃণমূলের চাণক্য ছিলেন। বিজেপিতে এসে তিনি বাংলার চাণক্য হয়েছেন কৈলাশ বিজয়বর্গীয়র কথায়। সেই চাণক্য মুকুলই কি তাহলে ভুল চাল দিয়ে দিচ্ছেন মাঝেমধ্যে। তা না হলে পর পর দু-বার বিজেপি নেতার ঘর ভাঙবে কেন?

মুকুল রায়ের ঘরেই ভাঙন ধরিয়ে দিল তৃণমূল

মুকুল রায়ের ঘরেই ভাঙন ধরিয়ে দিল তৃণমূল

বুধবার খোদ মুকুল রায়ের ঘরেই ভাঙন ধরিয়ে দিল তৃণমূল। এক বছর আগে তৃণমূল থেকে ঘটা করে যাঁকে নিয়ে যাওয়া হয়েছিল বিজেপিতে, সেই সৃজন রায়ের ঘরওয়াপসি হল। অর্থাৎ মুকুল রায়ের শ্যালক সৃজন রায় ফিরে এলেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূল ভবনে এসে ব্রাত্য বসুর হাত থেকে পতাকা তুলে নিলেন তিনি।

মুকুল-ঘনিষ্ঠ সৌমিত্র খাঁয়ের ঘরও ভেঙেছে

মুকুল-ঘনিষ্ঠ সৌমিত্র খাঁয়ের ঘরও ভেঙেছে

এটাই প্রথম নয়, মুকুল রায়ের ঘনিষ্ঠ ও অনুগামী নেতা হিসেবে পরিচিত সৌমিত্র খানেরও ঘর ভেঙেছে একইভাবে। খোদ সৌমিত্র-র স্ত্রী সুজাতা খাঁ মণ্ডলও যোগ দিয়েছেন তৃণমূলে। এমনকী এই যোগদানের টেরও পাননি কেউ। বিজেপির কোনও নেতানেত্রীর কাছে খবর ছিল না এই দলবদলের।

এক বছরের মধ্যেই মোহভঙ্গ, ঘরওয়াপসি

এক বছরের মধ্যেই মোহভঙ্গ, ঘরওয়াপসি

২০১৭-য় মুকুল রায়ের দলবদলের পরও তাঁর পুত্র শুভ্রাংশু রায় ছিলেন তৃণমূলে। ২০১৯-এর লোকসভা ভোটের পর শুভ্রাংশু যোগ দেন বিজেপিতে। আর তারও কিছু দিন পর শুভ্রাংশুর মামা তথা মুকুল রায়ের শ্যালক তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখান। কিন্তু এক বছরের মধ্যেই মোহভঙ্গ হল তাঁর ফিরে গেলেন তৃণমূল কংগ্রেসে।

শুভেন্দু-রাজীবকে পেয়ে আপ্লুত বিজেপি

শুভেন্দু-রাজীবকে পেয়ে আপ্লুত বিজেপি

যেভাবে মুকুলের শ্যালক ফিরলেন তৃণমূলে, সৌমিত্র-জায়া সুজাতা খাঁ নাম লেখালেন বিজেপিতে, তাতে চালে ভুল রয়ে যাচ্ছে বলেই মত রাজ্য রাজনীতির বিশেষজ্ঞমহলের। তা না হলে তাঁরা শুভেন্দু-রাজীবকে পেয়ে এতটাই আপ্লুত যে আর অন্য কারও দিকে নজর দিতে নারাজ। তাই অনেকে বিজেপিতে গিয়েও ফিরে আসছেন।

তৃণমূলের ভোট কৌশলী অপেক্ষায় আছেন

তৃণমূলের ভোট কৌশলী অপেক্ষায় আছেন

বিজেপিতে যেমন মুকুল রায় আছেন, তৃণমূলের ভোট কৌশলী হিসেবে রয়েছেন প্রশান্ত কিশোর। তিনি নিজেই বলেছিলেন, তৃণমূল ছেড়ে অনেকেই অন্য দলমুখো হবেন। শুভেন্দুর বিজেপিতে যাওয়ার পরও তিনি বলেছিলেন আরও কয়েকজন যাবে। কিন্তু তা বলে তৃণমূলও যে হাত গুটিয়ে বসে থাকবে, তা নয়। তিনিও অপেক্ষায় থাকছেন।

ধীরে চলো নীতি, তৃণমূল ফেরাচ্ছে দলত্যাগীদের

ধীরে চলো নীতি, তৃণমূল ফেরাচ্ছে দলত্যাগীদের

সুযোগের সদ্ব্যবহার করছেন প্রশান্ত কিশোর। তিনি ধীরে চলো নীতি নিয়ে তৃণমূলে ফেরাচ্ছেন দলত্যাগীদের অনেককে। সেই তালিকায় রয়েছেন সৃজন রায়, সুজাতা খাঁ। আরও অনেকে আসছেন তৃণমূলে। গত দু-মাস ধরে বিজেপি যেভাবে তৃণমূলের ঘরে আগুন লাগিয়েছে, তার তুলনায় যদিওবা কিছুই নয় এই যোগদান।

তৃণমূলকে উজ্জীবিত করতে পাল্টা চাল পিকের

তৃণমূলকে উজ্জীবিত করতে পাল্টা চাল পিকের

তবে খোদ বিজেপি নেতাদের ঘরে ভাঙন ধরিয়ে দেওয়ার পিছনে একটা অন্য গুরুত্ব রয়েছে। ২০১৯-এ বিজেপি ভাঙন শে, করার পর তৃণমূল পাল্টা দিয়েছিল। এবার ২০২১-এ তেমন কোনও ঘটনা ঘটে কি না, সেটাই দেখার। প্রশান্ত কিশোর পাল্টা কোনও তা দিয়ে ফের তৃণমূলকে উজ্জীবিত করার চেষ্টা তো করবেনই।

এবার বটগাছও নড়বে, সমুদ্র উথাল-পাথাল হবে! সরকারের 'দুর্নীতি' নিয়ে মমতাকে নিশানা রাজীবের এবার বটগাছও নড়বে, সমুদ্র উথাল-পাথাল হবে! সরকারের 'দুর্নীতি' নিয়ে মমতাকে নিশানা রাজীবের

English summary
Prashant Kishor waits for Mukul Roy’s mistake and to reach in goal before West Bengal Assembly Election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X