মমতার অভিনব অলংকরণ নিয়ে প্রচার প্রশান্ত কিশোরের! হাতিয়ার করলেন 'করোনা'কে
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবার অভিনব প্রচারে নামলেন দলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর। সারা বিশ্বে যখন করোনা-ত্রাস চলছে, মুক্ত নয় বাংলাও, তখনই করোনা মোকাবিলাকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনন্য রূপে তুলে ধরলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থাপিত হলেন অভিনব অলংকরণে।
‘বাংলার গর্ব মমতা’র ফেসবুক পেজে
প্রশান্ত কিশোরের টিম যে এই করোনার আবহেও বসে নেই, তা ফের বোঝা গেল এদিন। ‘বাংলার গর্ব মমতা'র ফেসবুক পেজে দেখা গেল মমতাকে এক অন্য আঙ্গিকে। নির্ভীক ভঙ্গিতে দাঁড়িয়ে মমতা। সেই ছবি তথা অলংকরণ প্রকাশ করে প্রচার চালাতে শুরু করেছে প্রশান্ত কিশোরের টিম আই প্যাক।
প্রাচীরের গেটে বুক চিতিয়ে দাঁড়িয়ে মমতা
আই প্যাক তৈরি করেছে যে অভিনব অলংকরণ, সেখানে দেখা যাচ্ছে এক নগরী প্রাচীর দিয়ে ঘেরা। সেই প্রাচীরের গেটে বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছে বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অদূরেই করোনার মেঘের ভ্রুকুটি। অলংকরণে দেখানো হয়েছে, নগরী যেখন ঘুমিয়ে রয়েছে, মমতা একা প্রহরী হয়ে করোনার পথ রুখে দাঁড়িয়ে আছেন।
যখন সবাই ঘুমের দেশে, একা জেগে মমতা।
রবিবার বাংলার গর্ব মমতার ফেসবুক পেজে এই ছবি পোস্ট করা হয়েছে। রাতের শহরে যখন সবাই ঘুমের দেশে, তখন একা জেগে রয়েছেন মমতা। এই ছবিই এবার প্রচারে ভাইরাল করে তুলতে বদ্ধ পরিকর প্রশান্ত কিশোরের টিম। বাংলাকে বাঁচাতে তাঁর এই একা লড়ার ছবিই হাতিয়ার করছেন প্রশান্ত কিশোর।

প্রশান্ত কিশোরের টিমের নয়া অলংকরণ
প্রশান্ত কিশোরের টিমের এই নয়া অলংকরণ যেন বোঝাচ্ছে রাজ্যে যে করোনা নামক মারীভয়ের প্রাদুর্ভাব হয়েছে, তার মোকাবিলা করতে অকুতোভয় হয়ে দাঁড়িয়ে রয়েছেন মমতা। তিনি যেন বলছেন, আমার রাজ্যে প্রকোপ ফেলতে হলে, আগে তাঁর মোকাবিলা করতে হবে নভেল করোনা ভাইরাসকে।

করোনা মোকাবিলায় মমতা, প্রচারে আই প্যাক
করোনা মোকাবিলায় দারুন কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই ভূমিকাকে এবার মানুষের সামনে তুলে ধরতে কৌশলী ভূমিকা নিয়েছে প্রশান্ত কিশোরের টিম। মানুষও বলছেন, মমতা যেভাবে কাজ করছেন, তাতে তাঁর প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গেল। এবার সেটাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে।

নজরকাড়া গ্রাফিক্স পোস্ট পিকের টিমের
রবিবার রাতে যে নজরকাড়া গ্রাফিক্স পোস্ট করা হল পিকের টিম আই প্যাকের পক্ষ থেকে। ময়দানে নেমে রাজনৈতিক প্রচার আপাতত স্থগিত, এখন ফেসবুক ও সোশ্যাল মিডিয়াই হাতিয়ার। তাই এই প্রতীকী অলংকরণ তৈরি করে প্রশান্ত কিশোরের টিম প্রচারে নেমেছে। আর এই পোস্টের সঙ্গে রবীন্দ্রনাথের গানের একটি লাইন ব্যবহার করা হয়েছে।

বিপদে আমি না যেন করি ভয়...
বিপদে মোরে রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়... এই লাইনকে মমতার প্রতীকী অলংকরণের সঙ্গে তুলে ধরে রাজ্যের মানুষের কাছে উপস্থাপিত করার পরিকল্পনা নিয়েছেন প্রশান্ত কিশোর। তিনি তাঁর টিমকে ইতিমধ্যে এই নির্দেশ দিয়েছেন। এখন দেখার অভিনব এই প্রচার কোন মাত্রায় পৌঁছতে পারেন তিনি।