For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল কংগ্রেস নেতার ‘কুষ্ঠী-ঠিকুজি’ জেনে নিচ্ছেন পিকে! পুরভোটের আগে চূড়ান্ত ‘সমীক্ষা’

যে যাই বলুন, পুরভোটেও তৃণমূলের ভোট কৌশলে শেষ তুলির টানটা দেবেন প্রশান্ত কিশোর! তাঁর পরমার্শ মতোই মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক প্রার্থীকে বেছে নেবেন।

  • |
Google Oneindia Bengali News

যে যাই বলুন, পুরভোটেও তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলে শেষ তুলির টানটা দেবেন প্রশান্ত কিশোর! তাঁর পরমার্শ মতোই মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক প্রার্থীকে বেছে নেবেন। পিতের টিম কাজ করছে জেলায় ঘুরে ঘুরে। পুরসভা ভোটের কাউন্টডাউন শুরু হয়েছে। আর পিকের টিমও ফাইনাল রাউন্ডে নিয়ে চলে এসেছেন প্রার্থী-বাছাই পর্ব।

গোপন তথ্য জানছে পিকের টিম

গোপন তথ্য জানছে পিকের টিম

যে সমস্ত জেলায় লোকসভা ভোটে মুখ থুবড়ে পড়েছে তৃণমূল, সেই জেলাগুলিই পিকের সফট-টার্গেট। কে কোন ওয়ার্ডে কাউন্সিলর হওয়ার দৌড়ে্ এগিয়ে আছেন, তা গোপনে কৌশল করে জেনে নিচ্ছেন আই-প্যাক টিমের সদস্যরা। পাড়ার চায়ের দোকান পা ক্লাবের ক্যারামের আসরে প্রবেশ করে তাঁরা জেনে নিচ্ছেন মানুষের মনের কথা।

গোপনে চলছে প্রার্থী ঝাড়াই-বাছাই

গোপনে চলছে প্রার্থী ঝাড়াই-বাছাই

এভাবেই গোপনে একের পর এক বুথে চলছে প্রার্থী ঝাড়াই-বাছাইয়ের কাজ। মোট কথা, মানুষ কাকে চাইছেন, কার দিকে ভোট বেশি, কেমন মানুষ তাঁরা পছন্দ করছেন তাঁদের প্রতিনিধি হিসেবে, তা জেনে নিচ্ছেন পিকের টিমের সদস্যরা। সেইসঙ্গে বর্তমান কাউন্সিলরকে নিয়ে কোনও ক্ষোভ রয়েছে কি না, তাও তাঁরা বুঝে নিতে চাইছেন।

কীভাবে চলছে কাজ, একটা দৃষ্টান্ত

কীভাবে চলছে কাজ, একটা দৃষ্টান্ত

হঠাৎ চায়ের দোকানে অপরিচিত দু-চারজন ঢুকে কথা কথায় এলাকার নানা কথা জেনে নিচ্ছেন। কথায় কথায় জানার চেষ্টা করছেন কাউন্সিলর হিসেবে কাকে পছন্দ করেন তাঁরা। সেই সমসত নাম টুকেও নিচ্ছেন। এভাবেই তাঁরা মানুষের মন পড়ছেন বিভিন্ন জমায়েতে মিশে গিয়ে। এরপরই তা রিপোর্ট আকারে চলে যাবে দলের সুপ্রিমোর কাছে।

সমীক্ষার ভিত্তিতেই রিপোর্ট মমতাকে

সমীক্ষার ভিত্তিতেই রিপোর্ট মমতাকে

জলপাইগুড়ি থেকে মালবাজার, দিন চারেক ধরে বিভিন্ন মোড়ে মোড়ে চলল এমনই এক অদ্ভুত সমীক্ষা। মানুষ বুঝতেও পারলেন না তাঁদের অজান্তেই সমীক্ষা করে চলে গেল কোনও একটা টিম। মানুষের মন পড়ে নিলেন তাঁরা। সেইমতোই পিকের টি্ম রিপোর্ট তৈরি করবেন। সেই রিপোর্ট দেখেই ওয়ার্ডে ওয়ার্ডে চূড়ান্ত প্রার্থীর নাম স্থির করবেন মমতা।

পছন্দের প্রার্থীর যাচাই করতে

পছন্দের প্রার্থীর যাচাই করতে

এর আগেও পিকের টিম ময়দানে নেমেছিল। সেবার ‘দিদিকে বলো' কর্মসূচিতে আই প্যাকের সদস্যরা বিধায়ক, কাউন্সিলর, জেলা নেতা, ব্লক নেতাদের সঙ্গে কথা বলেছিলেন। কথা বলেছিলেন সাধারণ মানুষের সঙ্গেও। এবার তাঁরা কোনও নেতা-নেত্রীর সঙ্গে কথা বলেননি। কথা বলেছেন শুধু এলাকাবাসীর সঙ্গে। যাচাই করতে চেয়েছেন পছন্দের প্রার্থীটিকে।

English summary
Prashant Kishor’s team continues survey to know the mind of West Bengal. They know about Municipal elections and councilors roll in his ward.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X