For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশান্ত কিশোরের অঙ্গুলিহেলনেই ‘চর’-মুক্ত তৃণমূল, উল্টে ‘লোক’ ঢুকিয়ে দিয়েছেন বিজেপিতে

প্রশান্ত কিশোরের অঙ্গুলিহেলনেই ‘চর’-মুক্ত তৃণমূল, উল্টে ‘লোক’ ঢুকিয়ে দিয়েছেন বিজেপিতে

Google Oneindia Bengali News

প্রশান্ত কিশোর তৃণমূলের দায়িত্ব নিয়েই দলকে চর মুক্ত করার প্রয়াস শুরু করেছিলেন। দিদিকে বলো অভিযান দিয়ে যাত্রা শুরু করেছিলেন তৃণমূলে। সেখানে তিনি যেমন জনসংযোগকে গুরুত্ব দিয়েছিলেন, তেমনই কোন বিধায়কের কতখানি দখল, সেই জলও মেপেছিলেন। আর তাঁর টিমকে ময়দানে নামিয়ে তিনি দুধ আর জল আলাদা করার চাল চেলেছিলেন।

তৃণমূলে থেকেও গোপনে বিজেপির হয়ে কাজ!

তৃণমূলে থেকেও গোপনে বিজেপির হয়ে কাজ!

২০১৯-এর লোকসভা ভোটে তৃণমূলের আশাতীত ফল হয়নি। তার পিছনে কী কারণ তিনি বের করতে চেয়েছিলেন। তা করতে গিয়েই বুঝতে পারেন দলের অন্দরে এমন অনেকে রয়েছেন যাঁরা গোপনে বিজেপির হয়ে কাজ করেন। সেই কারণেই ২০১৯-এর ভোটে আশাতীত ফল করতে পারেনি তৃণমূল। ২০২১-এও তাঁরা থাকলে দলের সর্বনাশ।

মমতার বিশ্বস্ত নেতারাই পিছন থেকে ছুরি মেরেছিলেন

মমতার বিশ্বস্ত নেতারাই পিছন থেকে ছুরি মেরেছিলেন

রাজনৈতিক মহল মনে করছে প্রশান্ত কিশোরের পরামর্শ মেনে সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সংগঠনে রদবদল করেছিলেন। এমনকী পরিকাঠামোও বদলে ছিলেন। আর তা করতে গিয়ে শুভেন্দু অধিকারীদের মতো অনেক নেতার গুরুত্ব হ্রাস হয়েছিল। মমতার বিশ্বস্ত অনেক নেতাই পিছন থেকে ছুরি মেরেছিলেন, আবারও মারতে পারেন বলেই তাঁদের চিহ্নিত করতে চেয়েছিলেন প্রশান্ত কিশোর।

নির্বিকার ভোট কৌশলী জয়ের ভিত গড়ে চলেছেন

নির্বিকার ভোট কৌশলী জয়ের ভিত গড়ে চলেছেন

এর ফলে ভাঙন এসেছে তৃণমূলে। প্রশান্ত কিশোর তৃণমূলের হয়ে ছড়ি ঘোরানোর সময় প্রশ্ন উঠেছে। প্রশান্ত কিশোরের বিরুদ্ধে অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ছেড়ে অনেকে পাত্তাড়ি গুটিয়ে গেরুয়া শিবিরে পাড়ি জমিয়েছেন। প্রশান্ত কিশোর কিন্তু থেমে থাকেননি। ভাঙন এসেছে দলে, তবু নির্বিকার ভোট কৌশলী জয়ের ভিত গড়ে চলেছেন।

এবার দুধ কা দুধ, পানি কা পানি হয়ে গিয়েছে

এবার দুধ কা দুধ, পানি কা পানি হয়ে গিয়েছে

একুশের ভোটের আগে বিশাল ধস নেমেছে তৃণমূলে। তৃণমূল ছেড়ে হেভিওয়েট নেতারা বিজেপিমুখী হয়েছেন। তাতে একটা শ্রেণি মনে করছে, তৃণমূল চর মুক্ত হয়েছে। অনেকে তৃণমূলে থেকে বিজেপির হয়ে কাজ করছিলেন। তাঁরা দলের ক্ষতিই করছিলেন। তাঁরা সরে যাওয়াতে এবার দুধ কা দুধ, পানি কা পানি হয়ে গিয়েছে।

প্রশান্ত কিশোর গুরুত্ব দিয়েছেন জনসংযোগ আর স্বচ্ছতায়

প্রশান্ত কিশোর গুরুত্ব দিয়েছেন জনসংযোগ আর স্বচ্ছতায়

প্রশান্ত কিশোরের গেমপ্ল্যানেই তৃণমূল নকল নেতাদের চিনতে পেরেছে বলে মনে করছে শীর্ষনেতৃত্ব। আর আসল নেতারা এবার ঐক্যবদ্দ হয়ে এগিয়ে যাবে তৃণমূলকে জেতানোর জন্য। প্রশান্ত কিশোর সর্বাগ্রে গুরুত্ব দিয়েছেন জনসংযোগ আর স্বচ্ছতায়। সেইমতোই সাংগঠনিক রদবদল করে তৃণমূল নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে একুশের ভোটে।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান আসলে গেমপ্ল্যান!

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান আসলে গেমপ্ল্যান!

প্রশান্ত কিশোরের আশঙ্কামতোই তৃণমূলে বড় ভাঙন এসেছে। ভোটের মুখে প্রাক্তনী মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়দের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকে গেম প্ল্যান বলে ব্যাখ্যা করছে রাজনৈতিক মহলের একাংশ। এমনকী সিপিএমের প্রবীণ কান্তি গঙ্গোপাধ্যায় এই গেম প্ল্যানের নেপথ্যে ভোট কৌঁসুলি প্রশান্ত কিশোর রয়েছেন বলেই মনে করেন।

বিজেপি প্রশান্ত কিশোরের গেম প্ল্যান ধরতে পারেনি

বিজেপি প্রশান্ত কিশোরের গেম প্ল্যান ধরতে পারেনি

তিনি আবার ভিন্ন ব্যাখ্যা করেছেন। তৃণমূল নেতারা বিজেপিতে গুপ্তচর হয়ে ঢুকেছেন। গত কয়েক মাস ধরে সম্পূর্ণ পরিকল্পনা করেই এই কাজ করিয়েছেন প্রশান্ত কিশোর। তাঁদের মধ্যে প্রায় ৯০ ভাগ বিজেপির টিকিট-ও পেয়ে গেছেন। এরা যদি জিতে আসে তাহলে আবার ঝাঁকের কই হিসাবে তাঁরা মাননীয়া দিদির হাত ধরবে। বিজেপি প্রশান্ত কিশোরের গেম প্ল্যান ধরতে পারেনি বলেই তাঁর ব্যাখ্যা।

কী এমন গেমপ্ল্যান, জয়ের ব্যাপারে এতখানি নিশ্চিত পিকে

কী এমন গেমপ্ল্যান, জয়ের ব্যাপারে এতখানি নিশ্চিত পিকে

প্রশান্ত কিশোরের পরিকল্পনা মতো দলবদল করানোর পিছনে তৃণমূলের গেমপ্ল্যান ছিল কি না সেটা বিচার্য বিষয়। তবে রাজনৈতিক মহলের একটা অংশ কিন্তু মনে করছে, প্রশান্ত কিশোর এতদিন ধরে কাজ করছেন। তাঁর ফুল টিম গোটা বাংলায় চষে বেড়াচ্ছে। কিছু কাজ তো তাঁরা নিশ্চয়ই করছে। যার ভিত্তিতেই জয়ের ব্যাপারে এতখানি নিশ্চিত প্রশান্ত কিশোর।

ভোটের আগেই বিপাকে বিমল গুরুং, অনিত থাপারা! কমিশনের পদক্ষেপ নিয়ে জোর জল্পনা ভোটের আগেই বিপাকে বিমল গুরুং, অনিত থাপারা! কমিশনের পদক্ষেপ নিয়ে জোর জল্পনা

English summary
Prashant Kishor removes spy from TNC and sends to BJP before Bengal election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X