For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশান্ত কিশোর দেখছেন তৃণমূল নেতাদের গতিবিধি, লক্ষ্য ২০২১-এর রূপরেখা তৈরি

২০২১-এর লক্ষ্যে তৃণমূল কংগ্রেসও ময়দানে নেমে পড়েছে। একুশে জুলাই থেকে শুরু হয়েছে তৃণমূলের একুশে অভিযান। আর তারপর সমন্বয় কমিটির প্রথম বৈঠক উপস্থিত হল।

Google Oneindia Bengali News

২০২১-এর লক্ষ্যে তৃণমূল কংগ্রেসও ময়দানে নেমে পড়েছে। একুশে জুলাই থেকে শুরু হয়েছে তৃণমূলের একুশে অভিযান। আর তারপর সমন্বয় কমিটির প্রথম বৈঠক উপস্থিত হল। আগাগোড়া বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর। কিন্তু কোনও বক্তব্য রাখলেন না পুরো বৈঠকে, সারাক্ষা শুধু দেখে গেলেন তিনি।

ভোট কৌশলী প্রশান্ত কিশোর উপস্থিত, শুভেন্দু নেই

ভোট কৌশলী প্রশান্ত কিশোর উপস্থিত, শুভেন্দু নেই

মাত্র ৯ মাস পরেই বিধানসভার ভোট। তৃণমূল এই কমিটিকে বিশেষ গুরুত্ব দিয়েছে বিধানসভা ভোটের আগে। সেখান ভোট কৌশলী প্রশান্ত কিশোর উপস্থিত থাকলেও, শুভেন্দু অধিকারীর মতো গুরুত্বপূর্ণ নেতার অনুপস্থিতি সবাইকেই ভাবিয়ে তুলেছে। উল্লেখ্যে ২১ সদস্যের সমন্বয় কমিটির বৈঠকে গরহাজির ছিলেন চারজন। তাঁরা হলেন- শুভেন্দু অধিকারী, দেবু টুডু, মৃগাঙ্ক মাহাতো এবং হিতেম বর্মন।

প্রশান্ত কিশোরের উপস্থিতিতে ব্লক স্তরে রদবদলের সিদ্ধান্ত

প্রশান্ত কিশোরের উপস্থিতিতে ব্লক স্তরে রদবদলের সিদ্ধান্ত

প্রশান্ত কিশোরের উপস্থিতিতে এই বৈঠকে চূড়ান্ত হয় ব্লক স্তরে রদবদলের বিষয়টি। রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, দ্রুত সেরে ফেলতে হবে ব্লক স্তরের রদবদল। জেলা কমিটিকে তা চূড়ান্ত করে সমন্বয় কমিটির কাছে পাঠাতে হবে। এই কমিটিই ব্লক স্তরের রদবদলে চূড়ান্ত অনুমোদন দেবে বা বাতিল করবে।

জেলাস্তরে এবং রাজ্যস্তরের মধ্যে সমন্বয় সাধনই উদ্দেশ্য

জেলাস্তরে এবং রাজ্যস্তরের মধ্যে সমন্বয় সাধনই উদ্দেশ্য

তৃণমূলের নীচের তলায় যাতে কোনও গোষ্ঠীকোন্দল মাথাচাড়া না দেয়, সেজন্যই তৃণমূল কংগ্রেস এমন উদ্যোগ নিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন, সকলতে নিয়ে চলতে হবে। সঙ্ঘবদ্ধ ভাবে এগোতে হবে আমাদের। তাই জেলাস্তরে এবং রাজ্যস্তরের মধ্যে সমন্বয় সাধনই আমাদের উদ্দেশ্য। আলোচনার মাধ্যমে আমাদের এগোতে হবে।

সমন্বয় বৈঠকে পুরো প্রক্রিয়াই পর্যবেক্ষণ করলেন প্রশান্ত

সমন্বয় বৈঠকে পুরো প্রক্রিয়াই পর্যবেক্ষণ করলেন প্রশান্ত

মমতা বন্যোগ্পাধ্যায় এবার দলে রদবদল করে পর্যবেক্ষক প্রথা তুলে দিয়েছেন তৃণমূলে। তার বদলে তিনি এনেছেন কো-অর্ডিনেটর। আর তৈরি করেছেন কো-অর্ডিনেশন বা সমন্বয় কমিটি। এই কমিটির কাজ হবে প্রয়োজনমতো জেলার সাংগঠনিক অবস্থা খতিয়ে দেখে জটিলতা মিটিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা। এই পুরো প্রক্রিয়াই পর্যবেক্ষণ করলেন প্রশান্ত।

শুভেন্দু অধিকারীর না থাকা নিয়ে জোর চর্চা শুরু

শুভেন্দু অধিকারীর না থাকা নিয়ে জোর চর্চা শুরু

উল্লেখ্য, প্রশান্ত কিশোর হাজির থাকলেও শুভেন্দু অধিকারীর না থাকা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কেন একুশের নির্বাচনের লক্ষ্যে বিরাট রদবদলের পর তৃণমূলের সমন্বয় কমিটির প্রথম বৈঠকে উপস্থিত থাকলেন না শুভে্ন্দু সেই উত্তর খুঁজছে তৃণমূল, উত্তর খুঁজছে রাজনৈতিক মহল, এমনকী প্রশান্ত কিশোরও।

শুভেন্দুর পাশে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস

শুভেন্দুর পাশে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস

যদিও তৃণমূল কংগ্রেস এমনই বার্তা দিয়েছে যে, শুভেন্দুর অনুপস্থিতির বিশেষ কোনও তাৎপর্য খোঁজার কোনও দরকার নেই। কারণ তিনি চিঠি দিয়ে জানিয়েছেন, পরের বৈঠকগুলোতে থাকবেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে অন্য সদস্যের কথা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, শুভেন্দু থাকতে পারবেন না আগে থেকেই স্পষ্ট করে দিয়েছিলেন। কিন্তু কেন, তা অজানাই রয়ে গেল!

English summary
Prashant Kishor presents in TMC’s meeting before 2021 Assembly Election. He observes TMC leader’s movement.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X