কাঁটা দিয়ে কাঁটা তোলার ছক! বিজেপির পথেই তৃণমূলের সাফল্য দেখছেন কৌশলী প্রশান্ত
এ যেন কাঁটা দিয়ে কাঁটা তোলার প্ল্যান। রাজ্যে বিজেপির উত্থান ঠেকাতে এবার বিজেপিরই ফর্মুলা প্রয়োগ করতে চলেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেসের সংগঠন বৃদ্ধির দায়িত্ব নিয়েছেন। আর সেই দায়িত্ব নিয়ে তিনি যে ফর্মুলা প্রয়োগ করছেন, তার সঙ্গে বিজেপির বিস্তার-ফর্মুলার সাযুজ্য রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

প্রশান্ত কিশোরের দাওয়াই দলের বিধায়কদের
সম্প্রতি তৃণমূল ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রশান্ত কিশোর কিছু দাওয়াই দিয়েছেন দলের বিধায়কদের। নিজেদের কেন্দ্রের প্রতিমাসে অন্তত সাত-আট দিন কাটানোর পরামর্শ দিয়েছেন। মন্ত্রীদের ক্ষেত্রেও একই কাজ করার প্রস্তাব দিয়েছেন তিনি। তবেই স্থানীয় মানুষ আস্থা ফিরবে বলে প্রশান্ত কিশোর জানান তৃণমূল নেতৃত্বকে।

বিজেপির পথেই তৃণমূলের সাফল্য
এই প্রশান্ত কিশোর একটা সময়ে বিজেপির পরামর্শদাতা ছিলেন। তাঁর পরমর্শেই সারা ভারত ব্যাপী বিস্তার লাভ করেছিল বিজেপি। এখনও দেশজুড়ে বিজেপি বিস্তারক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। জনসংযোগের সেই একই ফর্মুলা তিনি প্রয়োগ করতে বললেন তৃণমূল নেতৃত্বকে।

১৫ জন কর্মীকে বেছে নেওয়ার পরামর্শ
একইসঙ্গে জনসংযোগের লক্ষ্যে বিধানসভা কেন্দ্র পিছু ১৫ জন উপযুক্ত কর্মীকে বেছে নেওয়ার পরামর্শ দিলেন প্রশান্ত। তাঁদের কাজ হবে, এলাকা থেকে তথ্য সংগ্রহ করা। এখানেও বিজেপির সঙ্গে অদ্ভুত মিল। বিজেপিও একই কাজ করে। বিজেপি-র 'পান্না প্রমুখরা' এই তথ্য সংগ্রহের মাধ্যমে জনসংযোগের পাশাপাশি পাশে থাকার বার্তা দেন।

প্রশান্ত-অন্তর্ভুক্তিকে বিজেপি চরম কটাক্ষ
আর তৃণমূলে প্রশান্ত-অন্তর্ভুক্তিকে বিজেপি চরম কটাক্ষ করেছে। রাজ্যে বিজেপির এক নেতার কথায়, যতই তৃণমূলের হয়ে কাজ করুন প্রশান্ত, তাঁর গা থেকে গেরুয়া আভা তিনি মুছতে পারবেন না। কারণ তাঁকে বিজেপিই সবথেকে বড় সুযোগ দিয়েছিল। ঐর বিজেপি নেতার এই কথার প্রত্যুত্তরে তৃণমূল নেতার কটাক্ষ, প্রশান্ত নাম শুনে বিজেপি এত ভয় পায় কেন?