For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একুশের মহাযুদ্ধে নামার আগে প্রশান্ত-বার্তা, জয়ের লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের টার্গেট ১৮ থেকে ২৫

একুশের মহাযুদ্ধে নামার আগে প্রশান্ত-বার্তা, জয়ের লক্ষ্যে তৃণমূলে টার্গেট ১৮ থেকে ২৫

  • |
Google Oneindia Bengali News

সামনেই পুরভোট। তারপরই মহাযুদ্ধ ২০২১-এর। এই দুই ভোটের আগহে কোমর বাঁধছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী প্রশান্ত কিশোর এবার মহাসংগ্রামে জিততে নতুন পরিকল্পনা নিয়ে ময়দানে নামছেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই জনসংযোগে জোর দিয়েছিলেন। সেইসঙ্গে তাঁর আইপ্যাক টিম মন বোঝার কাজ করছিল। এবার নয়া প্রেসক্রিপশন দিলেন পিকে।

১৮ থেকে ২৫ যখন টার্গেট

১৮ থেকে ২৫ যখন টার্গেট

সম্প্রতি পিকে রিপোর্ট জমা দিয়েছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তারপরই পিকে ফের নতুন কাজে নেমে পড়েছেন। তাঁর এবার নজর যুব ভোটারদের দিকে। ভোট বিশ্লেষণে নেমে তিনি দেখেছেন যুব ভোটারদের মধ্যে জনপ্রিয়তা কমেছে তৃণমূলের। তাই ১৮ থেকে ২৫ বছর বয়সী ভোটারদের এবার তৃণমূলে সামিল করতে হবে।

পিকের বৈঠক অভিষেকের সঙ্গে

পিকের বৈঠক অভিষেকের সঙ্গে

তৃণমূল পুরসভা নির্বাচনে যুবদের টার্গেট করে ময়দানে নামছে। এই মর্মে প্রশান্ত কিশোর বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কেন ছাত্র-যুবদের মধ্যে তৃণমূলের জনপ্রিয়তা কমছে, তা নিরূপণের পাশাপাশি, যুব সম্প্রদায়ের মন জয়ে প্রচার শুরু করার ব্যাপারে আলোচনা হয়।

উপস্থিত তৃণমূলে যুব সংগঠন

উপস্থিত তৃণমূলে যুব সংগঠন

এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলে যুব সংগঠনের সভাপতিরাও। অভিষেককে পাশে বসিয়ে ওই বৈঠকে যুব সভাপতিদের কাছে বার্তা পৌঁছে দেন প্রশান্ত কিশোর। তিনি বলেন, যুব সম্প্রদায়ের মধ্যে আগ্রহ জাগাতে হবে। তাঁদের পার্টির কাজে নিয়োগ করতে হবে। ভরসা করতে হবে তাঁদের উপর। তবেই এগোবে দল।

অভিষেক-বার্তা সভাপতিদের

অভিষেক-বার্তা সভাপতিদের

অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব সভাপতিদের উদ্দেশ্যে বলেন, কোথায় ঘাটতি খতিয়ে দেখুন। সেই গাটতি পূরণ করতে হবে। কেন যুব সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়তা কমছে, তার অনুসন্ধান করে ঘাটতি পূরণ করতে হবে। হাতে সময় কম। সামনেই পুরসভা ভোট, এই ভোটকে টার্গেট করে এগোন। এদিন একইসঙ্গে পুরভোটের জন্য একটা রুপরেখা তৈরি করে দেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর।

দেবাংশুর উপস্থিতিতে জল্পনা

দেবাংশুর উপস্থিতিতে জল্পনা

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্যও। তিনি যুব সভাপতি নন এবং ছাত্র সংগঠনের কোনও পদেও নেই। তা সত্ত্বেও তাঁর অন্তর্ভুক্তিতে জল্পনা তৈরি হয়েছে। তবে কি তিনি তৃণমূলের কোনও বড় দায়িত্ব পেতে চলেছেন দেবাংশু, তা নিয়েই চর্চা চলছে রাজনৈতিক মহলে।

বিজেপিতে যোগ দিতে চলেছেন অলিম্পিক পদক জয়ী সাইনা নেহওয়াল!বিজেপিতে যোগ দিতে চলেছেন অলিম্পিক পদক জয়ী সাইনা নেহওয়াল!

English summary
Prashant Kishor gives targets to youth of TMC to win Election. PK proposes to bring 18 to 25 years old faces before Municipal Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X