For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশান্ত কিশোরের মাস্টারস্ট্রোক আদিবাসী-জনজাতি ভোট ফেরাতে, ব্যবস্থাপত্র তৈরি তৃণমূলের

আরও একটা মাস্টারস্ট্রোক দিলেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর। রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে ইতিমধ্যে। এবার লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে সব পক্ষই।

Google Oneindia Bengali News

আরও একটা মাস্টারস্ট্রোক দিলেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর। রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে ইতিমধ্যে। এবার লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে সব পক্ষই। এরই মধ্যে তৃণমূলের ভোটকৌশলী প্রশান্ত কিশোর জনসংযোগের নয়া সূত্র বের করে দিলেন। আদিবাসী এলাকায় জনসংযোগ বাড়াতে তৃণমূলকে পরামর্শ দিয়েছেন প্রশান্ত কিশোর।

আদিবাসী অধ্যুষিত এলাকায় জনসংযোগে পিকে

আদিবাসী অধ্যুষিত এলাকায় জনসংযোগে পিকে

এবারের ভোটে তফশিলি ও আদিবাসী ভোট একটা বড় ফ্যাক্টর। রাজ্যের ১২৩টি তফশিলি, আদিবাসী ও জনজাতি এলাকায় গণভোজের পরিকল্পনা গ্রহণ করল তৃণমূল কংগ্রেস। আদিবাসী ও জনজাতিদের ভোট নিজেদের দিকে ফেরাতেই প্রশান্ত কিশোর আদিবাসী অধ্যুষিত এলাকায় জনসংযোগের ব্যবস্থা করলেন।

গণভোজের আসর বসানোর পরিকল্পনা প্রশান্ত কিশোর

গণভোজের আসর বসানোর পরিকল্পনা প্রশান্ত কিশোর

এতদিন দেখা গিয়েছে আদিবাসী পরিবারে গিয়ে বিজেপি নেতাদের ভুরিভোজ করতে। এবার ভোটের মুখে তৃণমূল ঠিক উল্টো পথে হেঁটে গণভোজের আসর বসানোর পরিকল্পনা গ্রহণ করল। তৃণমূল নেতাদের এই মর্মে ব্যবস্থাপত্র দিয়েছেন প্রশান্ত কিশোর। জনসংযোগেও নয়া দাওয়াই বের করেছেন ভোটের ঠিক আগে।

আদিবাসী-তফশিলি মানুষকে কাছে টানতে

আদিবাসী-তফশিলি মানুষকে কাছে টানতে

২০১৯-এর লোকসভা নির্বাচনে রাজ্যের তফশিলি অধ্যুষিত আসনগুলিতে তৃণমূল বড়সড় ধাক্কা খেয়েছে। এবার সেই সময় আসন ফিরে পেতে মরিয়া তৃণমূল কংগ্রেস। সই লক্ষ্যেই তৃণমূল কংগ্রেস এবার গণভোজের আসর বসিয়ে আদিবাসী-তফশিলি মানুষকে কাছে টানতে চাইছে। তৃণমূল বোঝাতে চাইছে তাঁরাই একমাত্র পাশে থাকবেন।

তফশিলি সংরক্ষিত আসনে লড়াই সেয়ানে সেয়ানে

তফশিলি সংরক্ষিত আসনে লড়াই সেয়ানে সেয়ানে

২০১৯-এর লোকসভায় ৬৮টি তফশিলি সংরক্ষিত আসনের মধ্যে ৩৪টি আসনে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি এগিয়েছিল ৩৩টি আসন। তৃণমূল মাত্র ১টি আসনে বিজেপির থেকে এগিয়ে ছিল। ভোটপ্রাপ্তির হিসেবেও উভয়পক্ষ প্রায় সমান সমান। কংগ্রেস তফশিলি এলাকায় বাকি একটি আসনে এগিয়েছিল।

প্রশান্ত কিশোর দাওয়াই দিয়েছেন তৃণমূলকে

প্রশান্ত কিশোর দাওয়াই দিয়েছেন তৃণমূলকে

এই ঘাটতি এবার পূরণ করতে চায় তৃণমূল। তাই প্রশান্ত কিশোর দাওয়াই দিয়েছেন। তফশিলি ও আদিবাসী এলাকায় নেতৃত্বে বদল ঘটানোর পর এবার দিয়েছেন মাস্টারস্ট্রোক। তৃণমূল নেতাদের পাঠিয়েছেন জনতার দরবারে। নেতারা গিয়ে গণভোজের আয়োজন করতে চলেছেন। মঙ্গলবার থেকেই শুরু হবে সেই প্রচার কর্মসূচি।

প্রশান্ত কিশোরের পরামর্শ মেনে এগোচ্ছে তৃণমূল

প্রশান্ত কিশোরের পরামর্শ মেনে এগোচ্ছে তৃণমূল

আদিবাসী ও তফশিলি এলাকায় নতুন নেতাকে নামিয়েছে তৃণমূল। প্রশান্ত কিশোরের পরামর্শ মেনে নেতৃত্বে বদল ঘটিয়ে ফায়দা লুটতে চাইছেন। জেলা সভাধিপতির মতো নেতাকেও সরিয়ে দিতে কসুর করেনি তৃণমূল। তাঁকে সম্মানজনক জায়গা দিয়ে নতুন নেতৃত্বকে এনে তফশিলি ভোট নিজেদের করায়ত্ত করাই প্রশান্ত কিশোরের লক্ষ্য।

English summary
Prashant Kishor gives masterstroke to return tribal and community vote in West Bengal Assembly Election 2021.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X