For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশান্ত কিশোরের ‘মান্যতা’ অধিকারী গড়েও! শুভেন্দু কি এবার হাত মেলাবেন

২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূল ধাক্কা খাওয়ার পর প্রশান্ত কিশোরের আগমন ঘটেছিল বাংলায়। ২০২১-এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যে প্রশান্ত কিশোরকে দলের ভোট কৌশলীর দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্যোসভপাধ্যায়।

Google Oneindia Bengali News

২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূল ধাক্কা খাওয়ার পর প্রশান্ত কিশোরের আগমন ঘটেছিল বাংলায়। ২০২১-এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যে প্রশান্ত কিশোরকে দলের ভোট কৌশলীর দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্যোসভপাধ্যায়। প্রশান্ত কিশোর তারপর তৃণমূলের হয়ে বেশ কিছু কৌশলী পদক্ষেপ নিলেও ব্রাত্য ছিলেন অধিকারী-গড়ে।

প্রশান্ত কিশোরকে মান্যতা অধিকারী পরিবারের

প্রশান্ত কিশোরকে মান্যতা অধিকারী পরিবারের

শুভেন্দু অধিকারীকে নিয়ে এতদিন অনেক জল্পনা চলছিল। সেই সব জল্পনায় একটু রাশ টানার পর আরও এক চমৎকার ঘটতে দেখা গেল তৃণমূলে। একবছর পর প্রশান্ত কিশোরকে মান্যতা দিল অধিকারী পরিবার। শুভেন্দু না গেলেও জেলা সভাপতি শিশির অধিকারী উপস্থিত থাকলেন প্রশান্ত কিশোরের কর্মসূচিতে।

শিশির অধিকারী উপস্থিত থেকে মান্যতা প্রশান্ত কিশোরকে

শিশির অধিকারী উপস্থিত থেকে মান্যতা প্রশান্ত কিশোরকে

প্রশান্ত কিশোরের সঙ্গে দূরত্ব রেখেই চলতেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সঙ্গে গোটা অধিকারী পরিবারই প্রশান্ত কিশোরকে এড়িয়ে চলতেন। তাঁর কর্মসূচিকেও সেভাবে মান্যতা দিতেন না শিশির অধিকারী বা শুভেন্দু অধিকারীরা। কিন্তু এবার বিন্ন চিত্র দেখা গেল অধিকারী-গড়ে। শিশির অধিকারী উপস্থিত থেকে মান্যতা দিলেন প্রশান্ত কিশোরকে।

প্রশান্ত কিশোর সাফল্যের সরণিতে এনেছিলেন তৃণমূলকে

প্রশান্ত কিশোর সাফল্যের সরণিতে এনেছিলেন তৃণমূলকে

প্রশান্ত কিশোর দায়িত্ব নিয়েই ‘দিদিকে বলো' কর্মসূচিতে সাফল্য এনে দিয়েছিলেন তৃণমূলকে। জনসংযোগের এই পরিকল্পনায় তিনি ফের তৃণমূলকে জয়ের সরণিতে ফিরিয়েছিলেন ২০১৯-এর লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর। তারপর ‘বাংলার গর্ব মমতা' কিংবা ‘বাংলার যুব-যোদ্ধা' কর্মসূচিতে সাফল্য এনে দিয়েছেন।

প্রশান্ত কিশোর আর অধিকারী পরিবারের মিল

প্রশান্ত কিশোর আর অধিকারী পরিবারের মিল

কিন্তু শুভেন্দু অধিকারী এতদিন প্রশান্ত কিশোরের কৌশলকে সেভাবে মান্যতা দেননি। তিনি নিজের পরিকল্পনা মতোই দল পরিচালনা করতেন। প্রশান্ত কিশোরকে যেভাবে অভিষেক গুরুত্ব দেন, তার ধারকাছ দিয়েও যান না শুভেন্দু। সম্প্রতি শুভেন্দুকে নিয়ে জল্পনার পর অধিকারী গড়ে অন্য ছবি ধরা দিল। প্রশান্ত কিশোর আর অধিকারী পরিবারের মিল ফের তৃণমূলের সাফল্যকে অন্য মাত্রা দিতে পারে।

শুভেন্দু অধিকারী সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছেন

শুভেন্দু অধিকারী সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছেন

শুভেন্দু অধিকারী সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল শিবিরকে আশ্বস্ত করেছেন। তিনি যে তৃণমূলেই রয়েছেন, তাঁকে নিয়ে যে অযথা জল্পনা চলেছে, তা স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু। সেইসঙ্গে তিনি বেশ কিছু সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়ার কথা জানিয়েছিলেন। আর অনুগামীদের সাবধান করে দিয়েছিলেন, জল্পনা হবে এমন কোনও পোস্ট সোশ্যাল মিডিয়ায় না করতে।

শিশির অধিকারীর গলায় প্রশান্ত কিশোরের স্তুতি

শিশির অধিকারীর গলায় প্রশান্ত কিশোরের স্তুতি

এরপর আবার শিশির অধিকারীর গলায় শোনা গিয়েছে প্রশান্ত কিশোর ও তাঁর আই প্যাক টিমের স্তুতি। তিনি বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন তাঁরা। তবে এদিন বৈঠকে ছিলেন না শুভেন্দু অধিকারী। ফলে সেই প্রভেদটুকু রয়ে গিয়েছে। তবে শুভেন্দুও যদি প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলান তাতে তৃণমূল সমৃদ্ধই হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

English summary
Prashant Kishor gets importance in Adhikari-fort East Midnapur after Subhendu’s speculation gone. Sisir Adhikari is present in Prashant Kishor’s team meeting.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X