For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপের খাসতালুকে সাফল্য পেতে নয়া ফন্দি পিকে’র, ‘নজরবন্দি’ তৃণমূলের ৫ ‘মাথা’

খড়গপুরে বারবার বাধ সেধেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। হার মানতে হয়েছে ভোট-যুদ্ধে। প্রথমে কংগ্রেস, বর্তমানে বিজেপির গড় হয়ে উঠেছে তৃণমূল। এই অবস্থায় সাফল্যর মুখ দেখতে প্রশান্ত কিশোর নয়া অস্ত্র প্রয়োগ করল

  • |
Google Oneindia Bengali News

খড়গপুরে বারবার বাধ সেধেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। হার মানতে হয়েছে ভোট-যুদ্ধে। প্রথমে কংগ্রেস, বর্তমানে বিজেপির গড় হয়ে উঠেছে তৃণমূল। এই অবস্থায় সাফল্যর মুখ দেখতে প্রশান্ত কিশোর নয়া অস্ত্র প্রয়োগ করলেন। তিনি এবার তৃণমূল নেতাদের 'নজরবন্দি' করে সাফল্যের শিখরে উঠতে চাইছেন।

অসুখের দাওয়াই পিকের

অসুখের দাওয়াই পিকের

রেল শহর খড়গপুরে এবার চোখ তৃণমূলের। এই খড়গপুরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের খাসতালুকে এবার জয়ই একমাত্র উদ্দেশ্য। তিনি এলাকার টিম নামিয়ে অসুখ আগেই ধরে ফেলেছিলেন। সেই অসুখের দাওয়াই দিতে শুরু করে দিলেন তিনি।

গোষ্ঠীদ্বন্দ্ব রুখলেই সাফল্য

গোষ্ঠীদ্বন্দ্ব রুখলেই সাফল্য

খড়গপুরে গোষ্ঠীদ্বন্দ্ব রুখলেই যে তৃণমূল সাফল্যের মুখ দেখবে, সেই ভরসা জুগিয়েই ভোট-কৌশলী প্রশান্ত কিশোর এবার নজরদারি শুরু করেছেন। পাঁচজনকে নজরবন্দি রাখছে তাঁর টিম। তার মধ্যে দু-জনকে বিশেষভাবে নজরে রাখা হচ্ছে। তৃণমূলের প্রচারে প্রচারে ঘুরছেন টিম পিকের সদস্যরা।

স্রেফ নজরদারিতে কিস্তিমাত!

স্রেফ নজরদারিতে কিস্তিমাত!

পিকের নির্দেশে তৃণমূল নেতাদের উপর স্রেফ নজরদারি চালাচ্ছে টিম পিকের সদস্যরা। নেতাদের গতিবিধির উপর নজর রাখছেন। তৃণমূল অবশ্য এই নজরবন্দিকে খারাপ চোখে দেখছে না। তাঁরা এই নজরবন্দিকে প্রচারের অঙ্গ হিসেবেই বর্ণনা করেছেন। ওই টিম তৃণমূলের হয়েই কাজ করছে।

তৃণমূলের লড়াইটা অন্দরের

তৃণমূলের লড়াইটা অন্দরের

পিকে বুঝেছেন, খড়গপুরের তৃণমূলের লড়াইটা পুরোপুরি দলের অভ্যন্তরের। দলের বাইরের লড়াইটা কোনও ফ্যাক্টর নয়। রেল শহরে তৃণমূলের পাঁচ মাথা এক হলে কারও সাধ্যি নেই তৃণমূলকে হারানোর। গত পুরভোটেও এই পাঁচ মাথা ফ্যাক্টর হয়ে উঠেছিল, লোকসভাতেও ফ্যাক্টর হয় পাঁচ মাথা। গোষ্ঠী কোন্দলে হার মানতে হয় তৃণমূলকে।

মমতা বন্দ্যোপাধ্যায়ও তৎপর

মমতা বন্দ্যোপাধ্যায়ও তৎপর

তৃণমূল এই রোগ সারাতে মমতা বন্দ্যোপাধ্যায়ও তৎপর। তিনি নিজে উদ্যোগী হয়ে বর্তমান প্রার্থী তথা খড়গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকারের সমর্থনে ময়দানে নামতে বলেছেন প্রাক্তন শহর সভাপতি দেবাশিস চৌধুরীকে। তাঁকে দলীয় স্বার্থে এক মঞ্চে বসতে নির্দেশ দিয়েছেন মমতা। প্রচারেও অগ্রণী ভূমিকা নিতে নির্দেশ করেছেন। সেই মতোই বিরুদ্ধে গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে প্রচার করছেন দেবাশিস।

খড়গপুরের পাঁচ নেতাই ‘মাথা’

খড়গপুরের পাঁচ নেতাই ‘মাথা’

মমতার নির্দেশে তৃণমূলের জেলা সভাপতি খড়গপুরের পাঁচ নেতাকে নিয়ে বৈঠক করেছেন। সবাইকে একসঙ্গে কাজ করতে নির্দেশ দিয়েছেন। সেইমতো সবাই একসঙ্গে কাজ করছেন। ফলে অন্তর্ঘাতের সুযোগ কম। এবার বিজেপিকে মাত দিতে সমস্ত পরিকল্পনাই তৈরি বলে জানিয়েছেন তৃণমূল নেতারা। পিকে এখন সেই কাজেই নজরদারি চালাচ্ছেন। পরিকল্পনা ব্যর্থ হোক, চান না তিনি।

English summary
Prashant Kishor executes surveillance in TMC’s campaign in Kharagpur. TMC targets to win, Prashant Kishor wants confirm this win,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X