For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলদের ফাঁকা জমি দিতে চান না প্রশান্ত কিশোর! একুশের প্রার্থী নির্বাচন নয়া কৌশলে

একুশের নির্বাচন আদতে প্রেস্টিজ ফাইট হয়ে গিয়েছে। তাই এই নির্বাচন এবার যে কোনও মূল্যে জিততে চান মমতা বন্দ্যোপাধ্যায়। জিততে চান ভোট কৌশলী প্রশান্ত কিশোর। প্রার্থী নির্বাচন তাই সদা সতর্কতা মেনে করতে চাইছেন তিনি।

Google Oneindia Bengali News

একুশের নির্বাচন আদতে প্রেস্টিজ ফাইট হয়ে গিয়েছে। তাই এই নির্বাচন এবার যে কোনও মূল্যে জিততে চান মমতা বন্দ্যোপাধ্যায়। জিততে চান ভোট কৌশলী প্রশান্ত কিশোর। প্রার্থী নির্বাচন তাই সদা সতর্কতা মেনে করতে চাইছেন তিনি। মুকুল রায়দের কোনও বাড়তি সুযোগ তিনি দিতে চান না এবার।

প্রশান্ত কিশোরের সঙ্গে পরামর্শ করেই সৈনিক নির্বাচন

প্রশান্ত কিশোরের সঙ্গে পরামর্শ করেই সৈনিক নির্বাচন

ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরই তাড়াহুড়ো করে এবার প্র্রার্থী ঘোষণার পথে হাঁটেনি তৃণমূল। একুশের নির্বাচনের গুরুত্ব বুঝেই প্রার্থী নির্বাচনে সতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে পরামর্শ করেই এবার তাঁর সৈনিকদের নামাতে চলেছেন ভোট ময়দানে।

মুকুলদের আটকাতে সচেষ্ট প্রশান্ত কিশোর

মুকুলদের আটকাতে সচেষ্ট প্রশান্ত কিশোর

মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯-এর মতো ভুল করতে চান না এবার। ২০২১-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাই করতে গিয়ে সতর্ক থাকছেন তিনি। প্রশান্ত কিশোরের পরিকল্পনা মতো মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তি দিয়ে বিচার করে এবার প্রার্থী দেবেন। এমন প্রার্থী দেবেন না, যেখানে ফায়দা লুটতে পারে মুকুল রায়রা।

বিজেপিকে সুযোগ এবার দিতে নারাজ তৃণমূল

বিজেপিকে সুযোগ এবার দিতে নারাজ তৃণমূল

মুকুল রায়রা তৃণমূলের কোন্দলের দিকে ওঁত পেতে থাকবেন, এটাই স্বাভাবিক। তৃণমূলকে ভেঙে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেওয়ার মতো জায়গায় বিজেপি এবার চলে গিয়েছে। তবু এখনও অনেক কেন্দ্র রয়েছে, যেখানে তৃণমূলের কোন্দলের দিকে চেয়ে তৃণমূল ভাঙিয়ে প্রার্থী করতে পারে বিজেপি। সেই সুযোগ এবার দিতে নারাজ তৃণমূল।

তৃণমূল কাদের টিকিট দেবে, স্থির করবে নির্বাচনী কমিটি

তৃণমূল কাদের টিকিট দেবে, স্থির করবে নির্বাচনী কমিটি

এবার কে প্রার্থী হবেন, তা এত সহজে অনুমেয় নয়। কারণ তৃণমূল এবার কাদের টিকিট দেবে তা স্থির করবে নির্বাচনী কমিটি। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিটি গড়ে দিয়েছেন। সেই নির্বাচন কমিটি মার্কশিট দেখে প্রার্থী তালিকা চূড়ান্ত করবে। বিধায়করা সবাই ভোটে লড়ার সুযোগ পাবেন কি না, তা জানাবে নির্বাচনী কমিটি।

প্রশান্ত কিশোরের নিজের নজরদারিতে প্রার্থী নির্বাচন

প্রশান্ত কিশোরের নিজের নজরদারিতে প্রার্থী নির্বাচন

প্রশান্ত কিশোরের পরামর্শ মেনে বিধানসভা নির্বাচনের টিকিট বিতরণ করতে এবার মার্কশিটের বন্দোবস্ত করেছে তৃণমূল কংগ্রেস। কাউন্সিলররা বিধায়কদের নম্বর দেবেন। তাঁরা নম্বর দেবেন কাজ ও জনসংযোগের নিরিখে। সেই মার্কশিট বিবেচিত হবে এবারের নির্বাচনে। প্রশান্ত কিশোর এবার নিজের নজরদারিতে রেখেছেন সম্পূর্ণ বিষয়টি। কারণ এবারের নির্বাচন তাঁর কাছেও মস্তবড় চ্যালেঞ্জ।

দায়িত্ব নেওয়া পরই মূল্যায়ন শুরু প্রশান্ত কিশোরের

দায়িত্ব নেওয়া পরই মূল্যায়ন শুরু প্রশান্ত কিশোরের

প্রশান্ত কিশোর দায়িত্ব নেওয়া পর থেকেই মূল্যায়ন শুরু করেন, কোন মন্ত্রী কোন বিধায়ক ৫ বছর ধরে দারুন কাজ করছেন, কার পারফরম্যান্স কতটা ভালো। তার উপরই নির্ভর করবে ২০২১-এ টিকিট পাওয়া। তৃণমূল এবার যোগ্যতম প্রার্থী দিতে চাইছে। প্রশান্ত কিশোরের বিচারে যোগত্যার মাপকাঠিতে যিনি এগিয়ে থাকবেন, তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি।

একুশের লড়াইয়ে মুকুল-শুভেন্দু-দিলীপদের কোনও সুযোগ নয়

একুশের লড়াইয়ে মুকুল-শুভেন্দু-দিলীপদের কোনও সুযোগ নয়

তবে প্রশান্ত কিশোর যতই মার্কশিটের বন্দোবস্ত করুন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আবার এটাও ঠিক যে, মমতা বন্দ্যোপাধ্যায় এবার চটজলদি কোনও সিদ্ধান্ত নেবেন না। ভাবনাচিন্তা করে এবং প্রশান্ত কিশোরের পরামর্শকে গুরুত্ব দিয়েই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। মোট কথা একুশের লড়াইয়ে মুকুল-শুভেন্দু-দিলীপদের কোনও সুযোগ দেওয়া যাবে না।

English summary
Prashant Kishor doesn’t want to free place to Mukul Roy in West Bengal Assembly Election 2021.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X