প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকবার্তা দেব, লকেট, নুসরতদের
দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকাহত গোটা দেশ। ভাররত্ন এই বাঙালি নেতাকে হারিয়ে আজ বাংলার রাজনীতিও অকটি অধ্যায় সমাপ্ত করেছে। প্রবীণ এই জননেতার মৃত্যুতে এদিন বাংলার সাংসদরা দলমত নির্বিশেষে শোকপ্রকাশ করেছেন।

দেব
'আমার সমবেদনা আপনাকে অভিজিৎদা... এটা দেশের জন্য বড় ক্ষতি.. রেস্ট ইন পিস প্রণব মুখোপাধ্যায় স্যার', টুইটারে এইভাবেই প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের টুইটের জবাব দেন অভিনেতা দেব। প্রকাশ করেন আন্তরিক সমবেদনা।

নুসরত জাহান
তৃণমূল সাংসদ নুসরত জাহান এদিন নিজের শোকবার্তায় টুইটারে লেখেন,'একজন নিষ্ঠাবান ও রাষ্ট্রনেতা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। ভারতীয় রাজনীতিতে বড় ক্ষতি। ' এই বার্তা প্রকাশ করেন তৃণমূলের বসিরহাটের সাংসদ নুসরত জাহান।

লকেট চট্টোপাধ্যায়
বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এদিন শোকবার্তা.য় জানান, " প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকাহত। ৫ দশকের বেশি সময় ধরে জননেতা ছিলেন তিনি। একজন কিংবদন্তী রাষ্ট্রনেতা। ওম শান্তি...'।

'রাজনীতির উর্ধ্বে উঠে দেশসেবা করেছেন' প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকজ্ঞাপন রাজ্যপালের