For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রাথমিক শিক্ষকদের অনশন মঞ্চে সোমেন, মমতার সরকারকে বিঁধলেন কড়া ভাষায়

প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে সামিল হয়ে পাশে থাকার বার্তা দিলেন প্রদেশের কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সোমবার অনশনকারীদের মঞ্চে উপস্থিত হন তিনি।

Google Oneindia Bengali News

প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে সামিল হয়ে পাশে থাকার বার্তা দিলেন প্রদেশের কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সোমবার অনশনকারীদের মঞ্চে উপস্থিত হন তিনি। তিনি অনশন মঞ্চে উপস্থিত হয়ে রাজ্য সরকারের ভূমিকার কড়া নিন্দা করলেন। তিনি বলেন, রাজ্যের তৃণমূল সরকার সভ্য সরকারের মতো কাজ করছে না।

প্রাথমিক শিক্ষকদের অনশন মঞ্চে সোমেন, মমতার সরকারকে বিঁধলেন কড়া ভাষায়

উল্লেখ্য, সল্টলেকের বিকাশ ভবনের সামনে ১২ জুলাই থেকে আন্দোলনে বসেছেন প্রাথমিক শিক্ষকদের সংগঠন উস্তি ইউনাইটেড প্রাইমারি শিক্ষক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ন্যায্য বেতনের দাবিতে ও বেআইনিভাবে বদলির প্রতিবাদে তাঁরা অনশন চালাচ্ছেন। শনিবার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পরও সমাধান সূত্র মেলেনি।

ওই বৈঠকের পরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, আন্দোলনকারীদের দাবি অনুযায়ী বেতন দেওয়া সম্ভব নয়। এরপর একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ও শিক্ষকদের বেতন বাড়ানো নিয়ে আশার আলো দেখাননি। উল্টে তিনি বলেন, কেন্দ্রীয় হারে বেতন চাইলে কেন্দ্রীর সরকারের চাকরি করুন।

[আরও পড়ুন: আসানসোলে ডেপুটেশন ঘিরে গণ্ডগোল! ১৭ দিন পরে গ্রেফতার বাবুল 'ঘনিষ্ঠ' নেতা][আরও পড়ুন: আসানসোলে ডেপুটেশন ঘিরে গণ্ডগোল! ১৭ দিন পরে গ্রেফতার বাবুল 'ঘনিষ্ঠ' নেতা]

এরপর প্রাথমিক শিক্ষকদের দাবি মেটানোর আশ্বাস না মেলায় ২১ জুলাই থেকে অনশনে বসেন রাজ্যের বিভিন্ন স্কুলের প্রাথমিক শিক্ষকরা। তাঁরা বলেন, শিক্ষামন্ত্রীর উপর আমাদের ভরসা নেই। আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই। এরপর অনশনরত শিক্ষকদের পাশে দাঁড়িয়ে এদিন রাজ্য সরকারকে একহাত নেন সোমেন মিত্র।

তিনি বলেন, রাজ্য সরকার অমানবিক কাজ করছে। ঢিল ছোঁড়া দূরত্বে ডিম-ভাত খাইয়ে উৎসব করা হচ্ছে আর শিক্ষকরা খাবার জলটুকু পাচ্ছেন না। এটা কি সভ্য কোনও সরকারের কাজ হতে পারে? বর্তমানে যা চলছে, তা সমর্থন যোগ্য নয়। অবিলম্বে এ ব্যাপারে হস্তক্ষেপ করা জরুরি।

[আরও পড়ুন:আজই চূড়ান্ত সময়সীমা, আস্থাভোট না হলে কর্ণাটক নিয়ে সিদ্ধান্ত নেবে সুপ্রিমকোর্ট ][আরও পড়ুন:আজই চূড়ান্ত সময়সীমা, আস্থাভোট না হলে কর্ণাটক নিয়ে সিদ্ধান্ত নেবে সুপ্রিমকোর্ট ]

English summary
Pradesh Congress President Somen Mitra stands for Primary Teachers and he attacks Mamata Banerjee government in this issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X