For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আম্ফান বিধ্বস্ত বাংলায় বিদ্যুৎ পরিষেবা ধীরে ধীরে ফিরছে!শহরের কোথায় কী অবস্থা

আম্ফান বিধ্বস্ত বাংলায় বিদ্যুৎ পরিষেবা ধীরে ধীরে ফিরছে!শহরের কোথায় কী অবস্থা

  • |
Google Oneindia Bengali News

প্রায় ৯০ ঘণ্টার বেশি সময় সময় ধরে বাংলার একাধিক জায়গায় সাইক্লোন আম্ফানের জেরে প্রবল বিপর্যয় নেমে আসে। এরপর রাজ্য স্বরাষ্ট্রদফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ও কলকাতার একাধিক জায়গায় ধীরে ধীরে বিদ্যুৎ সংযোগ ফিরছে।

কলকাতার কী পরিস্থিতি?

কলকাতার কী পরিস্থিতি?

সিইএসই-র দেওয়া তথ্য অনুযায়ী রবিবার দুপুরে যাদবপুর, সেলিমপুর, মুকুন্দপুর, পাটুলি, সার্ভে পার্কে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রয়েছে। বিদ্যুৎ রয়েছে রিজেন্ট পার্ক এস্টেট, এনএসসি বোস রোড, বেহালা চৈরাস্তা, জেমস লঙ সরনি, শীলপাড়া, লেকডাউন, যশোহর রোডের একদিকে, নাগেরবাজার, রাসবিহারী কানেক্টর , বিবি চ্যাটার্জি স্ট্রিটে।

 জেলার পরিস্থিতি কেমন?

জেলার পরিস্থিতি কেমন?

পশ্চিমবঙ্গ সরকারের তরফে জানানো হয়েছে, বারসত, তমলুক, এরগা, কন্টাই, কৃষ্ণনগর,শান্তিপুর, রানাঘাট, গয়েশপুর ও কল্যানীতে বিদ্যুৎ সংযদো রয়েছে। নদিয়া ও পূর্ব মেদিনীপুরে বহু জায়গাতেই যেমন বিদ্যুৎ সংযোগ রয়েছে, তেমনই জলও চালু রয়েছে এই এলকাগুলিতে।

 কলকাতার আর কোন জায়গায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হল?

কলকাতার আর কোন জায়গায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হল?

কলকাতার কেষ্টপুর, বাগুইআটি,গরিয়া, বাঁশদ্রোণী ,নিউ টাউন, সল্ট লেকে বিদ্যুৎ সংযোগ অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে খবর।

যুদ্ধকালীন তৎপরতায় চলছে মেরামতি

যুদ্ধকালীন তৎপরতায় চলছে মেরামতি

গোটা শহরে ৫০০০ গাছ উপড়ে রাস্তায় পড়েছে। ধ্বংস হয়েছে প্রচুর গাড়ি, বাড়ির অংশ। এমন পরিস্থিতিতে, ৫ কলাম সেনা নামানো হয়েছে বাংলার বুকে। সঙ্গে সিইএসই কাজ করছে কলকাতায়। সিইএসইকে সহায়তা করতে রাজ্য বিদ্যুৎ পর্ষদ ঠিকা শ্রমিকদের একটি দলকে কাজে লাগিয়েছে। সবমিলিয়ে জোর কদমে চলছে মেরামতির কাজ।

করোনা ভাইরাসের বিরুদ্ধে আরও কঠিন লড়াইয়ে কোন বার্তা বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীরকরোনা ভাইরাসের বিরুদ্ধে আরও কঠিন লড়াইয়ে কোন বার্তা বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর

English summary
Power resumes in West Bengal's several Area, here is the list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X