For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাই না 'অন্য ঘরের দুলাল', বাগদায় বিজেপির ভোট কি এবার 'অন্য ফুলে'! প্রার্থী ঘোষণার আগেই জল্পনা

পশ্চিমবঙ্গে বিজেপি প্রার্থীদের তালিকা ঘোষণা করার আগেই, বাগদায় সম্প্রতি কংগ্রেস থেকে বিজেপি যোগ দেওয়া দুলাল বরের বিরুদ্ধে বেশ কিছু পোষ্টার পড়ল।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

উত্তর চব্বিশ পরগনার বাগদাতেও নব্য বিজেপি-পুরনো বিজেপি দ্বন্দ্বের ইঙ্গিত মিলল। সম্প্রতি বাগদার কংগ্রেস বিধায়ক দুলাল চন্দ্র বর বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর থেকেই বাগদায় তিনি বিজেপির প্রার্থী হতে পারেন বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। বিজেপি অবশ্য এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি। কিন্তু তার আগেই দুলালের প্রার্থী হওয়ার বিরোধীতায় পোস্টার পড়ল।

বাগদায় বিজেপির ভোট কি এবার অন্য় ফুলে

গত ১২ মার্চ মুকুল রায়ের হাত ধরে দিল্লিতে গিয়ে কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে সিপিআইএম বিধায়ক খগেন মুর্মু ও তৃণমূল কংগ্রেস সাংসদ অনুপম হাজরার সঙ্গে একসঙ্গে বিজেপিতে যোগ দিয়েছিলেন দুলাল বর। দিল্লি থেকে ফেরার পর এলাকায় তাঁর বিজেপি প্রার্থী হওয়ার গুঞ্জন ছড়ানোর পরই বাগদায় দুলাল বরের ছবির উপরে ক্রস চিহ্ন পোস্টার দেওয়া হয়েছে। সেই পোস্টারে লেখা রয়েছে, 'বিজেপির ঘরে প্রার্থী না হলে ভোট এবার অন্য ফুলে'।

বাগদায় বিজেপির ভোট কি এবার অন্য় ফুলে

এই বিষয়ে বিজেপির গাইঘাটার ব্লক সভাপতি নিখিলচন্দ্র বিশ্বাস বলেছেন, এটা তৃণমূলের চক্রান্ত। তাঁপ অভিযোগ, বিজেপির বদনাম করতে, ভাবমূর্তি নষ্ট করবার জন্যই এই কাজ করেছে টিএমসি।

[আরও পড়ুন: কত ভোটে লিড! টার্গেট পূরণে মিলবে 'ইনাম' নইলে ইস্তফার খাঁড়া, মেসেজ দিলেন মেয়র][আরও পড়ুন: কত ভোটে লিড! টার্গেট পূরণে মিলবে 'ইনাম' নইলে ইস্তফার খাঁড়া, মেসেজ দিলেন মেয়র]

অন্য দিকে জেলার যুব তৃণমূলের সাধারণ সম্পাদক অভিজিত বিশ্বাসের দাবি, এটা তৃণমূলের সংস্কৃতি নয়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শিক্ষা টিএমসি কর্মীদের দেননি। তাঁর স্পষ্ট অভিযোগ এটা বিজেপির গোষ্ঠিদ্বন্দ্ব। ঠাকুরবাড়িতে বড় মায়ের মহাভোজের দিনও নব্য বিজেপি দুলাল বরকে দেখে কিছু বিজেপি নেতা-কর্মী মারমুখি হয়ে উঠেছিল, বলে দাবি করেছেন তিনি। এমনকী, প্রাণে বাঁচাতে তাঁকে ঠাকুরবাড়ি ছেড়ে পালাতেও হয়।

[আরও পড়ুন: মোদীকে টক্কর দিতে গিয়ে 'বেরোজগার' হয়ে গেলেন হার্দিক! কী ঘটেছে জানেন ][আরও পড়ুন: মোদীকে টক্কর দিতে গিয়ে 'বেরোজগার' হয়ে গেলেন হার্দিক! কী ঘটেছে জানেন ]

[আরও পড়ুন:পাহাড়ে বিজেপির সঙ্গে গোপন আঁতাত গুরুংপন্থীদের! এবার কি দোসর জিএনএলএফও][আরও পড়ুন:পাহাড়ে বিজেপির সঙ্গে গোপন আঁতাত গুরুংপন্থীদের! এবার কি দোসর জিএনএলএফও]

English summary
Even before BJP have announced their candidates' list in West Bengal, there are several posters in Bagdah against Dulal Bar, who recently joined BJP from Congress.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X