For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাল কাটতেই উত্তর কলকাতায় রাজীবের নামে পোস্টার, শুভেন্দুই কি পথ দেখালেন? বাড়ছে জল্পনা

তাল কাটতেই উত্তর কলকাতায় রাজীবের নামে পোস্টার, শুভেন্দুই কি পথ দেখালেন? বাড়ছে জল্পনা

Google Oneindia Bengali News

দল নিয়ে প্রকাশ্যে বেসুরো মন্তব্যের পরের দিনই উত্তর কলকাতায় পড়ল রাজীবেন নামে পোস্টার। তাতে লেখা হয়েছে কাজের মানুষ- কাছের মানুষের হয়ে কাজ করে। শ্যামবাজার, উল্টোডাঙায় পোস্টার পড়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে। তাতের পরেই শুভেন্দুর পথেই তিনি হাঁটবেন কিনা এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
কারণ এই পোস্টার নিয়ে রাজনীতির পারদ চড়ানো প্রথমে শুভেন্দুর অনুগামীরাই শুরু করেছিলেন। প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও দাদার অনুগামী নাম দিয়ে শুভেন্দুর নামে পোস্টার পড়ছে।

রাজীবের নামে পোস্টার

রাজীবের নামে পোস্টার

শুভেন্দু অধিকারীর পর এবার বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়েরল নামে পোস্টার পড়ল উত্তর কলকাতায়। শ্যামবাজার, কাঁকুড়গাছি, উল্টোডাঙার একাধিক জায়গায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টার পড়েছে। তাতে লেখা রয়েছে 'কাজের মানুষ-কাছের মানুষ'। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক মাস ধরে রাজ্যের অকাধিক জায়গায় একই ভাবে শুভেন্দু অধিকারীর নাম দিয়েই একের পর এক পোস্টার পড়ছে। এবার রাজীবের নামে পোস্টার পড়তেই জল্পনা বাড়তে শুরু করেছে।

বেসুরো রাজীব

বেসুরো রাজীব

শুভেন্দু অধিকারীর পর এবার রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ও বেসুরো গাইতে শুরু করেছে। গতকালই হাওড়ায় একটি অনুষ্ঠানে বনমন্ত্রী গলায় অভিমান ঝড়ে পড়ছিল। তিনি বলেছিলেন, যোগ্য ব্যক্তিরা দলে গুরুত্ব পাচ্ছেন নাষ স্তাবকরা জায়গা করে নিচ্ছে। যাঁরা কাজ করছেন তাঁদের কোণঠাসা করা হচ্ছে। স্পষ্টতই দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ ফেটে পড়ছিল রাজীব বন্দ্যোপাধ্যায়ের।

রাজীবকে সমর্থন মুকুলের

রাজীবকে সমর্থন মুকুলের

রাজীবের সভার পরেই সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি দাবি করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সেটাই তৃণমূলের পুরনো লোকেদের মনের কথা। এটাই তৃণমূলের বাস্তব। এই দলে পুরোনো পরিশ্রমী লোকেদের কোণঠাসা করে রাখা হয়। তাঁদের গুরুত্বহীন করে রাখা হয়। আর যাঁরা স্তাবকতা করে তাঁদের গুরুত্ব দেওয়া হয়। এই বক্তব্য একাধিক নেতাই বলবেন তৃণমূলে।

নজরে শুভেন্দুর সাংবাদিক বৈঠক

নজরে শুভেন্দুর সাংবাদিক বৈঠক

আজ সংবাদিক বৈঠক করে অবস্থান স্পষ্ট করার কথা শুভেন্দু অধিকারী। সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনীতিক মহল। তিনি তৃণমূল কংগ্রেসে থাকবেন না যাবেন সেটাই আস স্পষ্ট হয়ে যাওয়ার কথা। বিজেপি বারবার শুভেন্দুতে দলে টানতে মরিয়া। গতকালও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। মুকুল রায় বলেছিলেন, দু-একদিনের মধ্যেই শুভেন্দুর অবস্থান স্পষ্ট হয়ে যাবে।

মমতার সভা ভরিয়ে দেবেন দিলীপ, শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্যে খোঁচামমতার সভা ভরিয়ে দেবেন দিলীপ, শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্যে খোঁচা

English summary
Poster at North Kolkata on the name om TMC MLA Rajib Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X