For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি! দলেরই কর্মীরই অভিযোগে চাঞ্চল্য

তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ। আর এই অভিযোগ করেছে তৃণমূলেরই একাংশ।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ। আর এই অভিযোগ করেছে তৃণমূলেরই একাংশ। দুর্নীতির অভিযোগ উঠেছে মালদহের মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। যদিও সেই প্রধান নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

খালে রয়েছে জল। তাতেই নাকি চলছে সংস্কার। একশো দিনের কাজে খাল সংস্কারের কাজ চলছে। আর এই নিয়ে গ্রাম প্রধানের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকা তছরুপের অভিযোগ। তৃণমূল নিয়ন্ত্রিত পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ এনেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ। অভিযোগে পঞ্চায়েত সদস্যদের একাংশ এবং পঞ্চায়েত কর্মীদের একাংশের সহযোগিতায় এমজিএনআরইজিএ-তে দুর্নীতিতে সরাসরি জড়িত পঞ্চায়েতের প্রধান। জল থাকা খাল সংস্কারে ভুয়ো শ্রমিকের উপস্থিতি দেখিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা তছরুপ করেছেন তিনি। স্থানীয় বিডিও-র কাছে অভিযোগ দায়ের করেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে প্রশাসন। প্রাথমিকভাবে অভিযোগের কিছু সত্যতাও পাওয়া গিয়েছে বলে দাবি সূত্রের।

অভিযোগ অস্বীকার প্রধানের

অভিযোগ অস্বীকার প্রধানের

সূত্রের খবর অনুযায়ী, প্রধান সীমা বিবি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি শ্রমিকদের দিয়েই একশো দিনের প্রকল্পের কাজ চলছে।

গত পঞ্চায়েত ভোটের পর রাজনৈতিক অবস্থান

গত পঞ্চায়েত ভোটের পর রাজনৈতিক অবস্থান

২০১৮-র পঞ্চায়েত ভোটে গোপালপুর গ্রামপঞ্চায়েতের ১০ টি আসনের মধ্যে ৫ টি আসন পায় কংগ্রেস ও তৃণমূল। কংগ্রেসের সমর্থন নিয়ে বোর্ড গঠন করে তৃণমূল। প্রধান নির্বাচিত হন তৃণমূলের সীমা বিবি।

English summary
Portion of TMC alleged scam against their party regulated Panchayat in Malda
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X