For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেশনে দুর্নীতির দাবি জোরাল!স্থানীয়দের সম্মিলিত প্রতিবাদে তৃণমূল প্রধানের বাড়ি থেকে চাল তুলল পুলিস

রেশনে দুর্নীতি নিয়ে বিরোধীদের আওয়াজ জোরাল। এদিন ত্রাণ বিলির উদ্যোগ নিয়েছিল তৃণমূলের নিয়ন্ত্রণধীন শালবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত।

  • |
Google Oneindia Bengali News

রেশনে দুর্নীতি নিয়ে বিরোধীদের আওয়াজ জোরাল। সূত্রের খবর অনুযায়ী, এদিন ত্রাণ বিলির উদ্যোগ নিয়েছিল তৃণমূলের নিয়ন্ত্রণধীন শালবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত। কিন্তু বেশ কিছু স্থানীয় মানুষ প্রতিবাদ করে বলেন রেশনের চাল সেখানে ত্রাণ হিসেবে দেওয়ার জন্য আনা হয়েছে। এরপর বসিরহাট পুলিশ ব্যবস্থা নেয়।

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে শালবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্যোতিষ বর্মনের বাড়ি থেকে তৃণমূল তরফে ত্রাণ বিলি হওয়ার কথা ছিল। কিন্তু দুই গাড়ি ভর্তি চালের বস্তার মধ্যেই কেন্দ্রের পাঠানো চালের বস্তা চোখে পড়ে যায় স্থানীয় বেশ কয়েকজনের। প্রতিবাদ শুরু করেন তারা।

স্থানীয়দের একাংশের সম্মিলিত প্রতিবাদে কার্যত চাপে পড়ে যায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বসিরহাট পুলিশ গিয়ে অবস্থার সামাল দেয়। সেখান থেকে পুলিশের তরফ থেকে সেই চাল তুলে আনা হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, চালটা কোথাকার, তা নির্দিষ্ট হওয়ার পর ত্রাণ দেওয়ার অনুমতি মিলবে।

অভিযোগ অস্বীকার তৃণমূলের

অভিযোগ অস্বীকার তৃণমূলের

স্থানীয়দের একাংশের অভিযোগ যেখানে মানুষ চাল পাচ্ছে না, সেখানে ত্রাণের নামে রেশনের চাল বিলি করছে তৃণমূল। যদিও তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

রাজ্য জুড়ে রেশ নিয়ে অভিযোগ

রাজ্য জুড়ে রেশ নিয়ে অভিযোগ

এর আগে শুধু বিজেপিই নয়, বিরোধী সবদলের তরফ থেকে রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল। রেশনে গণবন্টন ব্যবস্থায় দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন রাজ্যপাল। এবার মানুষের সম্মিলিত প্রতিবাদে প্রশাসন প্রাথমিকভাবে বাধা দিল তৃণমূলের ত্রাণ বন্টনে।

English summary
Portion of local people of Basirhat questions relief delevery by Trinamool Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X