For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বাঁটুল', 'হাঁদা ভোঁদা' স্রষ্টা নারায়ণ দেবনাথ গুরুতর অসুস্থ, উদ্বেগ

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বাঁটুল
কলকাতা, ৮ জুন: গুরুতর অসুস্থ সাহিত্যিক নারায়ণ দেবনাথ। তাঁকে দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, নারায়ণবাবুর অবস্থা আশঙ্কাজনক।

'হাঁদা ভোঁদা', 'বাঁটুল দি গ্রেট', 'নন্টে ফন্টে' ইত্যাদি জনপ্রিয় কার্টুন চরিত্রের স্রষ্টা তিনি। তাঁর এই কমিকসগুলি পড়েনি বা নাম শোনেনি, এমন বাঙালি পাওয়া যাবে না। বাঙালির শৈশব হয়তো এতটা রঙিন হত না, যদি না এই কমিকসগুলি থাকত।

১৯২৫ সালে হাওড়ার শিবপুরে জন্ম নারায়ণ দেবনাথের। ছোটো থেকে ভিশুয়াল আর্টসের দিকে ঝোঁক ছিল তাঁর। ১৯৬২ সালে 'শুকতারা' পত্রিকায় প্রথম 'হাঁদা ভোঁদা' প্রকাশিত হয়। 'বাঁটুল দি গ্রেট' ও 'নন্টে ফন্টে' প্রকাশিত হয় যথাক্রমে ১৯৬৫ ও ১৯৬৯ সালে, ওই পত্রিকাতেই। অর্ধ শতাব্দী পেরিয়েও আজ ওই কমিকসগুলি সমান জনপ্রিয়। তাঁর অন্যান্য সৃষ্টিগুলি হল 'গোয়েন্দা কৌশিক রায়', 'বাহাদুর বেড়াল', 'ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু', 'পটলচাঁদ দি ম্যাজিশিয়ান', 'পেটুক মাস্টার বটুকলাল', 'ব্ল্যাক ডায়মন্ড ইন্দ্রজিৎ রায়' এবং 'সুটকি মুটকি'।

'বাঁটুল দি গ্রেট' তো অনন্য সৃষ্টি। বাঁটুল এমনই হাট্টাকাট্টা, যার বুকে গুলি লেগেও ছিটকে যায়, যে বোমা নিয়ে লোফালুফি করে। আর মানুষের বিপদে-আপদে সহায়তা করে। শুধু পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরা ও বাংলাদেশেও সমান জনপ্রিয় নারায়ণ দেবনাথ। তাঁর সৃষ্ট চরিত্রগুলি টেলিভিশনের পর্দাতেও জায়গা পেয়েছে।

নারায়ণবাবু মূলত কিডনি ও মূত্রনালীর অসুখে ভুগছেন। জ্বরও রয়েছে। অগণিত ভক্ত তাঁর আরোগ্য কামনা করেছেন। ফেসবুক, টুইটারেও দেখা যাচ্ছে ভক্তকুলের আকুল প্রার্থনা। সবার একটাই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠুন নারায়ণ দেবনাথ।

English summary
Popular cartoonist Narayan Debnath critical, hospitalized
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X