For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গণনার দিন সকালে তৃণমূল-নির্দল সংঘর্ষ, মারধর বিজেপি কর্মীদের, উত্তপ্ত মাথাভাঙা

বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার দিল সকাল থেকেই উত্তপ্ত উত্তরবঙ্গ। কোচবিহারের মাথাভাঙায় নির্দল-তৃণমূল সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়িয়েছে।

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার দিল সকাল থেকেই উত্তপ্ত উত্তরবঙ্গ। কোচবিহারের মাথাভাঙায় নির্দল-তৃণমূল সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, মাথাভাঙা কলেজে বিজেপি প্রার্থীদের ঢুকতে বাধা দেয় তৃণমূল। একই অভিযোগ নির্দলদেরও। ফলে শুরু হয়ে যায় দুপক্ষের ধ্বস্তাধস্তি।

গণনার সকালে তৃণমূল-নির্দল সংঘর্ষ, মারধর বিজেপি কর্মীদের, উত্তপ্ত মাথাভাঙা

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকেও মারধর করা হয় বলে দাবি একটি সূত্রের। পরবর্তী পর্যায়ে সেখানে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মুহুর্তে জমায়েত হতে থাকে বহু রাজনৈতিক কর্মীর। আশঙ্কা করা হচ্ছে মাথাভাঙাকে কেন্দ্র কের কোচবিহারে ছড়িয়ে যেতে পারে রাজনৈতিক অশান্তি। যদিও তার আগে থেকেই সতর্ক প্রশাসন। প্রসঙ্গত এই কেন্দ্রে মূল লড়াই তৃণমূল ও নির্দলের মধ্যে। আদি তৃণমূল ও যুব তৃণমূল এখানে 'তৃণমূল ' ও 'নির্দল' হিসাবে বিরোধী শিবিরে লড়ছে।

[আরও পড়ুন:ব্যালট বক্স বহনকারীদের হাতে রঙিন ফিতে বাঁধার নিদান, কোথায় হল এমন][আরও পড়ুন:ব্যালট বক্স বহনকারীদের হাতে রঙিন ফিতে বাঁধার নিদান, কোথায় হল এমন]

সকালেই অভিযোগ ওঠে মাথাভাঙারগণনা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় বিজেপি এজেন্টদের। পরে নির্দলদেরও বের করে দেওয়ার অভিযোগ ওঠে। সমস্ত অভিযোগ ছিল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। এর জন্য সাময়িকভাবে বন্ধ ছিল ভোট গণনা। যদিও পরে, বিডিও নিজে গিয়ে , অভিযোগকারীদের গণনাকেন্দ্রে বসিয়ে দিয়ে আসেন। তারপর আবারও সুষ্ঠুভাবে চলতে থাকে ভোটগণনার প্রক্রিয়া।

English summary
Political Violence at Coochbehar Panchayat Election Counting centre.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X