For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পদ্মশিবিরের জয়ের খবর আসতেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বীরভূম

গণনার দিন সকাল থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় একাধিক রাজনৈতিক উত্তেজনার খবর আসতে থাকে। রাজাহরহাট থেকে চোপড়া , একাধিক জায়গায় উত্তেজনার খবর উঠে আসতে থাকে।

  • |
Google Oneindia Bengali News

গণনার দিন সকাল থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় একাধিক রাজনৈতিক উত্তেজনার খবর আসতে থাকে। রাজারহাট থেকে চোপড়া , একাধিক জায়গায় উত্তেজনার খবর উঠে আসতে থাকে। বেলা গড়াতেই ভোটের ফলাফল খানিকটা স্পষ্ট হয়। এরই মধ্যে খবর আসতে থাকে, কেষ্টরগড় বীরভূমে ময়ূরেশ্বর ,মল্লারপুর সহ বেশ কিছু জায়গায় ফুটছে পদ্মফুল! এরপরই পাল্টাতে থাকে বীরভূমের রাজনৈতিক চিত্র।

পদ্মশিবিরের জয়ের খবর আসতেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বীরভূম

সূত্রের খবর, বীরভূমের মল্লারপুরে গণনাকেন্দ্রের সামনেই বিজেপি-তৃণমূলের সংঘর্ষ শুরু হয়ে যায়। জমায়েত আগে থেকেই ছিল। বেলা বাড়তেই ভোটের ফল আসতেই শুরু হয়ে যায় বেড়ে যায় রাজনৈতিক তাপ উত্তাপ। এলাকার দোকানপাট, রাস্তায় দাঁড় করানো সাইকেলে চলে অবাধ ভাঙচুর। বাঁশ নিয়ে দু'পক্ষের মধ্যে ব্যাপক ভাঙচুর, লাঠালাঠি চলে। দুই শিবিরই একে অপরের দিকে বাঁশ নিয়ে তেড়ে যায় বলে খবর। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

[আরও পড়ুন: এবার গণনা কেন্দ্রেই ছাপ্পা! সিপিএম এগিয়ে থাকায় ছাপ্পার অভিযোগ মমতার দলের বিরুদ্ধে][আরও পড়ুন: এবার গণনা কেন্দ্রেই ছাপ্পা! সিপিএম এগিয়ে থাকায় ছাপ্পার অভিযোগ মমতার দলের বিরুদ্ধে]

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমত হিমশিম খায় পুলিশ। জমায়েত সরাতে লাঠিচার্জ করতে বাধ্য হয় বীরভূম পুলিশ। বীরভূমের মল্লারপুরের পরিস্থিতি এখন উত্তপ্ত। এলাকায় পুলিসি টহল। উল্লেখ্য, বীরভূমের ৪২টি আসনের মধ্যে ৪১টি জেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। তবে, বীরভূমের ময়ূরেশ্বরের মল্লারপুর-১ এবং মহম্মদবাজারের গণপুর- এই ২টি গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি।

[আরও পড়ুন:পঞ্চায়েত জয় 'রাস্তায় দাঁড়িয়ে থাকা উন্নয়নে'র, লোকসভায় একই 'প্রতিচ্ছবি'র বার্তা অনুব্রতর][আরও পড়ুন:পঞ্চায়েত জয় 'রাস্তায় দাঁড়িয়ে থাকা উন্নয়নে'র, লোকসভায় একই 'প্রতিচ্ছবি'র বার্তা অনুব্রতর]

English summary
Political clash at Birbhum of west Bengal During poll counting.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X