For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সন্দেহে পুলিশকর্মীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল গড়ফা থানায়

করোনা সন্দেহে পুলিশকর্মীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল গড়ফা থানায়

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

করোনা সন্দেহে হাসপাতালে চিকিৎসাধীন এক পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো গড়ফা থানায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ব্যাপক ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে পুলিশ কর্মীদের একাংশের মধ্যে।

করোনা সন্দেহে পুলিশকর্মীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল গড়ফা থানায়

বিশ্বস্ত সূত্রে খবর, পুলিশ কর্মীরা ভাঙচুরও করেন থানার মধ্যে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গিয়েছেন, কলকাতা পুলিশের শীর্ষ পুলিশকর্তারা। সঙ্গে গিয়েছে অতিরিক্ত বাহিনী।

সূত্র মারফৎ জানা যাচ্ছে, গড়ফা থানার বছর সাতচল্লিশের ওই কনস্টেবল করোনা উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন। শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়তে থাকায় গতকাল, রবিবার তাঁকে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ, সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।

এই খবর আসার পরই মৃত কনস্টেবলের সহকর্মী পুলিশ কর্মীদের একাংশের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। তাঁদের অভিযোগ, ওই কনস্টেবললের সময় মতো প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

যদিও লালবাজার সূত্রে খবর, গড়ফা থানার ওই পুলিশকর্মীর লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট কোভিড-১৯ নেগেটিভ এসেছে। মৃত পুলিশ কর্মীর ডেথ সার্টিফিকেটের জন্য অপেক্ষা করছেন পুলিশের শীর্ষ আধিকারিকরা। তাঁরা মনে করছেন, ডেথ সার্টিফিকেটে পেলেই বোঝা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।

আম্ফান পরিস্থিতি মোকাবিলায় পুরসভার ব্যর্থ, আক্রমণ শানিয়েছেন শোভন, কী জবাব দিলেন ফিরহাদআম্ফান পরিস্থিতি মোকাবিলায় পুরসভার ব্যর্থ, আক্রমণ শানিয়েছেন শোভন, কী জবাব দিলেন ফিরহাদ

English summary
Policeman succumbs to Coronavirus infection, tension in Garfa PS
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X