For Quick Alerts
For Daily Alerts
অসাবধানের জের! রাজ্যে সহকর্মীর রিভলবার থেকে গুলি ছিটকে মৃত্যু মহিলা পুলিশকর্মীর
অসাবধানবশত সহকর্মীর রিভলবার থেকে গুলি ছিটকে মৃত্যু হল মহিলা পুলিশকর্মীর। ওই পুলিশকর্মীর নাম দেবশ্রী ঘোষ। কৃষ্ণনগর পুলিশ লাইনে কর্মরত ছিলেন তিনি। এই মৃত্যু নিয়ে জেলা পুলিশের তরফে এখনও কোনও বিবৃতি জারি করা হয়নি বলে জানা গিয়েছে। পরিবারের তরফে ঘটনার তদন্ত দাবি করা হয়েছে বলেই সূত্রের খবর।

পরিবার সূত্রে জানা গিয়েছে, নদিয়ার চাপড়ায় প্রশিক্ষণ শেষে কৃষ্ণনগর পুলিশ লাইনে পোস্টিং হয়েছিল বছর ত্রিশের দেবশ্রীর। সেখানেই সহকর্মীর রিভলবার থেকে গুলি ছিটকে লাগে দেবশ্রীর ডান হাত ও পেটে। সঙ্গে সঙ্গে তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা দেবশ্রীকে মৃত বলে ঘোষণা করেন।