For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রাদ্ধানুষ্ঠানের আড়ালেই তড়িঘড়ি বিয়ের তোড়জোড়! তাল কাটল পুলিশ উপস্থিত হতেই

বাড়িতে পারলৌকিক কর্ম চলছিল। আত্মীয় পরিজনের সমাগম ছিল বাড়িতে। তা বলে পারলৌকিক কর্মের আড়ালেই বিবাহ অনুষ্ঠানের তোড়জোড় চলছিল বুঝতে পারেনি কেউ।

  • |
Google Oneindia Bengali News

বাড়িতে পারলৌকিক কর্ম চলছিল। আত্মীয় পরিজনের সমাগম ছিল বাড়িতে। তা বলে পারলৌকিক কর্মের আড়ালেই বিবাহ অনুষ্ঠানের তোড়জোড় চলছিল বুঝতে পারেনি কেউ। এক খরচায় দুই কাজ সারতে গিয়ে বিপাকে পড়ল নষ্কর পরিবার। হঠাৎ বাড়িতে হানা দিল পুলিশ। তাল কেটে গেল অনুষ্ঠানের। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এই ঘটনায়।

শ্রাদ্ধানুষ্ঠানের আড়ালেই তড়িঘড়ি বিয়ের তোড়জোড়! তাল কাটল পুলিশ উপস্থিত হতেই

বাসন্তীর উত্তর মোকামবেড়িয়ার হালদার পাড়ার বাসিন্দা সুকুমার নস্কর। তাঁর ছেলে গোবিন্দ নস্করের বয়স মাত্র ১৭ বছর। তার বিয়েরই আয়োজন হচ্ছিল বাড়িতে। বাড়ির এক প্রবীণ ব্যক্তির মৃত্যুর পর পারলৌকিক কর্মের আয়োজন হয়েছিল। তা মিটে যাওয়ার পর এইদিনেই বিয়ের আসর বসার কথা। কিন্তু বাধ সাধল প্রশাসন। ভেস্তে গেল সমস্ত আয়োজন।

স্থানীয়রাই খবর দেন চাইল্ড লাইনে। ১০৯৮ নম্বরে ফোন করে খবর দেওয়ার পরই তৎক্ষণাৎ কাজ। বাসন্তী থানায় যোগাযোগ করে চাইল্ড লাইন। বাসন্তী থানার পুলিশকে নিয়ে চাইল্ড লাইনের সদস্যরা হাজির হন নস্কর বাড়িতে।

প্রশাসনের তৎপরতার বন্ধ হয়ে যায় নাবালক-নাবালিকার বিয়ে। বাল্য বিবাহ আইনত অপরাধ বলে দুই পরিবারতে বোঝান প্রশাসনের কর্তাব্যক্তিরা। এরপর দুই পরিবারের তরফে মুচলেকা দেওয়া হয়। প্রাপ্তবয়স্ক হলেই বিয়ে হবে নাবালক পাত্র-পাত্রীর।

[আরও পড়ুন:মালা বদলের মুহূর্তে গুলি খেলেন পাত্রী, দিল্লিতে বিয়েবাড়িতে ধুন্ধুমার ][আরও পড়ুন:মালা বদলের মুহূর্তে গুলি খেলেন পাত্রী, দিল্লিতে বিয়েবাড়িতে ধুন্ধুমার ]

English summary
Police stops marriage of minor in South 24 Pargana and takes action. The marriage ceremony is arranged on the stage of condolence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X