For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার আগেই দক্ষিণ ২৪ পরগনায় গিয়ে ত্রাণ বিলির চেষ্টা দিলীপের, পুলিসি বাঁধায় বানচাল পরিকল্পনা

ভেবেছিলেন মুখ্যমন্ত্রীর আগেই পৌঁছে যাবেন আম্ফান বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগনায়। কিন্তু তার আর হয়ে উঠল না।

Google Oneindia Bengali News

ভেবেছিলেন মুখ্যমন্ত্রীর আগেই পৌঁছে যাবেন আম্ফান বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগনায়। কিন্তু তার আর হয়ে উঠল না। বারুইপুর ঢোকার আগেই গড়িয়ায় ঢালাই ব্রিজের মুখে পুলিস আটকে দিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ি। প্রতিবাদে হেঁটে ত্রাণ বিলিতে যাবেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

 দক্ষিণ ২৪ পরগনার পথে দিলীপ

দক্ষিণ ২৪ পরগনার পথে দিলীপ

আম্ফান বিধ্বস্ত এলাকায় পরিদর্শনে যাবেন বলে আগেই জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই মত শনিবার সকালেই গাড়ি নিয়ে তিনি রওনা হয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার পথে। কিন্তু ঠিক বারুইপুরে ঢোকার মুখেই গড়িয়া ঢালাই ব্রিজের কাছে আটকানো হয় বিজেপি রাজ্য সভাপতির কনভয়।

দিলীপের গাড়ি আটকাল পুলিস

দিলীপের গাড়ি আটকাল পুলিস

বারুইপুরে যাওয়ার পথে গড়িয়া ঢালাই ব্রিজের কাছে দিলীপের গাড়ি আটকে দেয় পুলিস। জানায় লকডাউনের মাঝে এক জেলা থেকে অন্য জেলায় যেতে হলে পুলিসের অনুমতি প্রয়োজন। বিজেপি রাজ্য সভাপতি সেই অনুমতি নেননি। তাই তাঁকে যেতে দেওয়া হবে না। ক্যানিং এবং বাসন্তি এলাকায় ত্রাণ বিলির কথা ছিল বিজেপির রাজ্য সভাপতির। এই নিয়ে পুলিসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। প্রয়োজনে হেঁটে সেখানে যাওয়ার কথা বলেছেন তিনি।

 ত্রাণ নিয়ে দিলীপের দাবি

ত্রাণ নিয়ে দিলীপের দাবি

শুক্রবার প্রধানমন্ত্রী আম্ফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এলে বিজেপি রাজ্য সভাপতি ত্রাণ বিলি নিয়ে দাবি পত্র দেন তাঁকে। দিলীপ ঘোষ দাবি করেছেন ক্ষতি দেখে কেন্দ্রীয় সরকার যেন ত্রাণের টাকা সরাসরি ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে দেন। নইলে টাকা নয়ছয়ের সম্ভাবনা রয়েছে।

 ফিরহাদের আক্রমণ

ফিরহাদের আক্রমণ

বিজেপির রাজ্য সভাপতির এই দাবির পর সরাসরি আক্রমণ শানান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন দুজন বড় যখন কথা বলছেন তখন ছোটদের কথা বলতে নেই এই সৌজন্য ভুলে গিয়েছেন তাই এই ধরনের কথা বলছেন তিনি।

English summary
Police stop Dilip Ghosh on the way of amphan hit south 24 pargana
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X