For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বোমার পাহাড় ইন্দো-বাংলা সীমান্তে, বড়সড় বিস্ফোরণের হাত থেকে রক্ষা মুর্শিদাবাদে

মহানগরীর বুকে  নাগের বাজার-বিস্ফোরণের ক্ষত এখনও দগদগে। তারই মধ্যে ভারত-বাংলা সীমান্তে এক এক করে ৭টি প্লাস্টিকের ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হল।

  • |
Google Oneindia Bengali News

মহানগরীর বুকে নাগের বাজার-বিস্ফোরণের ক্ষত এখনও দগদগে। তারই মধ্যে ভারত-বাংলা সীমান্তে এক এক করে ৭টি প্লাস্টিকের ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হল। বুধবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের বেলডাঙায় । ড্রাম ড্রাম বোমা উদ্ধারের পর বোমাগুলি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়।

বোমার পাহাড় ইন্দো-বাংলা সীমান্তে, বড়সড় বিস্ফোরণের হাত থেকে রক্ষা মুর্শিদাবাদে

বম্ব স্কোয়াড ও পুলিশের তৎপরতায় বিস্ফোরণের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। পুলিশ জানায়, এখানে কী ধরনের বোমা ছিল, কারা এই ঘটনায় জড়িত তা জানার চেষ্টা চালানো হচ্ছে। এখনও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি বলে জানিয়েছেন ওসি সুমিত তালুকদার। তবে শীঘ্রই দুষ্কৃতীদের গ্রেফতার করা সম্ভব হবে বলে তিনি জানান।

[আরও পড়ুন: নিজের জীবন তুচ্ছ করে শত প্রাণ বাঁচিয়েছেন, তার বেলায় কেউ নেই! নিয়তির নিষ্ঠুর পরিহাস][আরও পড়ুন: নিজের জীবন তুচ্ছ করে শত প্রাণ বাঁচিয়েছেন, তার বেলায় কেউ নেই! নিয়তির নিষ্ঠুর পরিহাস]

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলডাঙা থানার বেনাদহ দাসপাড়া গ্রামের জঙ্গলে ঘেরা মাঠের মধ্যে থেকে বোমাগুলি উদ্ধার হয়। ওই বেনাদহ গ্রামের স্থানীয় লোকেরা খবর পায়, গ্রামের জঙ্গলের মধ্যে বোমা বাঁধার কাজ চলছে। তখন তারা পুলিশকে জানায়। সেই খবর পাওয়ামাত্র পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৭ ড্রাম তাজা বোমা উদ্ধার করে।

[আরও পড়ুন: তন্ত্রসাধনার বলি! ত্রিশূল পোতা, পাশে আদিবাসী যুবকের দেহ, নেপথ্যে সম্পর্কের জটিলতা][আরও পড়ুন: তন্ত্রসাধনার বলি! ত্রিশূল পোতা, পাশে আদিবাসী যুবকের দেহ, নেপথ্যে সম্পর্কের জটিলতা]

বালি দিয়ে ঢেকে রাখা ওই বোমা একটি একটি করে নিষ্ক্রিয় করা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে প্রায় ২ টি শক্তিশালী তাজা বোমা নষ্ট করা গিয়েছে। ঘটনার জেরে গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার পিছনে সীমান্তের ওপারের কোনও যোগ রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: ভুল উত্তরেও ফুল নম্বর! প্রাইমারি টেট পরীক্ষার্থীদের জন্য খুশির খবর দিল হাইকোর্ট][আরও পড়ুন: ভুল উত্তরেও ফুল নম্বর! প্রাইমারি টেট পরীক্ষার্থীদের জন্য খুশির খবর দিল হাইকোর্ট]

English summary
Police recovers plenty of bomb from border of Indo-Bangla at Murshidabad. Bomb squad defuses theses bomb successfully,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X