For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আতঙ্কের আরেক নাম আমডাঙা! সকালে পুলিশের সামনেই বোমাবাজির অভিযোগ

থমথমে আমডাঙা। বৃহস্পতিবার সকালে ফের বোমাবাজি হয়েছে আমডাঙার বহিচগাছিতে। এমনটাই অভিযোগ করেছেন গ্রামবাসীরা। এদিন সকালে রাস্তার পাশ থেকে এবং বাগান থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়।

  • |
Google Oneindia Bengali News

থমথমে আমডাঙা। বৃহস্পতিবার সকালে ফের বোমাবাজি হয়েছে আমডাঙার বহিচগাছিতে। এমনটাই অভিযোগ করেছেন গ্রামবাসীরা। এদিন সকালে রাস্তার পাশ থেকে এবং বাগান থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়। এছাড়ার রাস্তার ধার থেকে বিচ্ছিন্নভাবে বোমা উদ্ধার করে সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াড।

আতঙ্কের আরেক নাম আমডাঙা! সকালে পুলিশের সামনেই বোমাবাজির অভিযোগ

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবারের মতো বৃহস্পতিবারেরও বোমার আওয়াজ পাওয়া গিয়েছে। ফের হানার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এনিয়ে দাবি, পাল্টা দাবি সিপিএম এবং তৃণমূলের।

ঘটনায় এখনও পর্যন্ত ১০জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ৬ জনকে আটক দেখানো হয়েছে।

এখনও পর্যন্ত ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। যাঁদের মধ্যে সাতজন ভর্তি রয়েছেন আরজি কর মেডিক্যালে। বেশিরভাগেরই আঘাত পেটে কিংবা শরীরের নিচের দিকে। সবারই অপারেশন করে ফরেনবডি বের করা হয়েছে। তবে বছর উনিশের সইদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

মঙ্গলবার সন্ধেয় আমডাঙায় সিপিএম ও তৃণমূলের সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যেই ক্লোজ করা হয়েছে থানার বর্তমান ওসিকে। সেখানে বহাল করা হয়েছে পূর্বতন ওসি তুষার বিশ্বাসকে। সরানো হয়েছে এক এএসআইকেও।

জেলার তৃণমূল নেতা তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, রাজনৈতিকভাবে জবাব দেওয়া হবে, সিপিএম-বিজেপি-কংগ্রেসের জোটকে।

English summary
Police recovered more bombs from Amdanga in North 24 Parganas before Panchayat board formation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X