For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রীকে বলেছিলেন, খাকি পরে দাগ নেব না! ২৬ এর সকালে সেই নগেন্দ্রকেই পুরস্কৃত করবেন রাষ্ট্রপতি

দেশের সুরক্ষা এবং অদম্য সাহসের পরিচয় দিয়েছেন যারা তাঁদেরকে পুরস্কৃত করা হয়। এমনকি দেশের জন্যে প্রাণ দিয়েছেন এমন জওয়ানেরাও থাকেন এই তালিকাতে। প্রত্যেক বছর গণতন্ত্র দিবসের প্রাককালে Gallantry Award-এ সম্মানিত করা হয় জওয়ানদ

  • |
Google Oneindia Bengali News

দেশের সুরক্ষা এবং অদম্য সাহসের পরিচয় দিয়েছেন যারা তাঁদেরকে পুরস্কৃত করা হয়। এমনকি দেশের জন্যে প্রাণ দিয়েছেন এমন জওয়ানেরাও থাকেন এই তালিকাতে। প্রত্যেক বছর গণতন্ত্র দিবসের প্রাককালে Gallantry Award-এ সম্মানিত করা হয় জওয়ানদের।

২৬ এর সকালে সেই নগেন্দ্রকেই পুরস্কৃত করবেন রাষ্ট্রপতি

এই বছর একই ভাবে প্রজাতন্ত্র দিবসের আগের সন্ধ্যায় মোট ৯৩৯ পুলিশ আধিকারিকদের তাঁদের বীরতার জন্যে পুলিশ পদকে সম্মানিত করা হয়েছে। তবে তাৎপর্যপূর্ণ ভাবে জম্মু-কাশ্মীরের একগুচ্ছ পুলিশ কর্মী এই তালিকাতে রয়েছেন। প্রায় ১১৫ জন পুলিশ পদক পাচ্ছেন এই বছর অর্থাৎ ২০২২ সালে। এই সংখ্যা সবথেকে বেশি।

এরপর সিআইএসএফ থেকে ৩০ জন, ছত্তিসগড় পুলিশ থেকে ১০, ওডিশা পুলিশ থেকে সাতজনকে এবং মহারাষ্ট্র পুলিশ থেকে সাত পুলিশ কর্মীকে এই বছর এই মেডেল দিয়ে স্যালুট জানাবে সরকার।

৮৮ পুলিশ কর্মীকে বিশেষ সেবার জন্যে পদক-

জম্মু-কাশ্মীর নাম শুনলেই ভেসে ওঠে গুলির আওয়াজ-মৃত্যু। আর সেখানে দাঁড়িয়ে ভূস্বর্গের বীরের কাজ করেছেন এমন ১৩৪ জন কর্মী, সন্ত্রাসবাদ অধ্যষুত এলাকায় কাজ করেছেন এমন ৪৭ কর্মী এবং উত্তর-পূর্ব এলাকাতে অদম্য সাহসের সঙ্গে কাজ করেছেন এমন একজনকে এই পদক দিয়ে স্যালুট জানানো হচ্ছে সরকারের তরফে। ৮৮ জন পুলশ কর্মীকে বিশিষ্ট কাজের জন্যে সেবার জন্যে সম্মানিত করা হয়েছে।

বাংলা থেকেও বেশ কয়েকজন পাচ্ছেন পদক

বাংলা থেকে বেশ কয়েকজনকে পদক দেওয়া হচ্ছে। বিভিন্ন কাজে বীরতা দেখানোর জন্যে এই পদক দেওয়া হচ্ছে।

পদক পাবেন নগেন্দ্র ত্রিপাঠী

কর্মক্ষেত্রে বিশেষ কৃতিত্ব এবং পরিষেবার পদকে পুরষ্কৃত করা হচ্ছে আইপিএস অফিসার নগেন্দ্র ত্রিপাঠীকে। বুধবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সম্মানিত করবেন নগেন্দ্রকে। নির্বাচন কমিশনের সুপারিশেই তাঁর এই পদক-প্রাপ্তি। উল্লেখ্য, নন্দীগ্রামে বিধানসভা ভোটে রীতিমত মুখ্যমন্ত্রীর চোখে চোখ রেখে উত্তর দেওয়ার সাহস দেখিয়েছিলেন এই অফিসার। স্পষ্ট জানিয়ে ছিলেন, ''ম্যাডাম, খাকি পরে দাগ নেব না।''

কি জানিয়েছেন মুখ্যসচিব

আজ মঙ্গলবার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেখানে সাংবাদিকদে মুখোমুখি হন তিনি। বলেন, দুই জেলাশাসক এবং দু'জন পুলিশ সুপারকে জাতীয় পুরস্কার দেওয়া হচ্ছে। নির্বাচনে ভালোভাবে কাজ করার জন্যে এই অনুষ্ঠান তাঁদের দেওয়া হবে বলে জানান মুখ্যসচিব।

আর তা বলতে গিয়েই তিনি আরও বলেন, বীরভুমের পুলিশ সুপার নগেন্দ্রকে পুরস্কৃত করবেন রাষ্ট্রপতি। এছাড়াও উত্তর ২৪ পরগনা ও হাওড়ার জেলাশাসক এবং পূর্ব বর্ধমানের পুলিশ সুপারের হাতেও মেডেল তুলে দেবেন রামনাথ কোবিন্দ।

English summary
police officer who was seen with Mamata Banerjee on Nandigram voting day will get Presidential Medal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X