For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রেনে ধূমপানের প্রতিবাদ, বেধড়ক মারে জখম পুলিশকর্মী

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গ
কলকাতা, ৬ ফেব্রুয়ারি: ট্রেনের কামরায় ধূমপানের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তাই বেধড়ক মার খেয়ে জখম হতে হল কলকাতা পুলিশের এক সাব ইন্সপেক্টরকে। ঘটনাটি ঘটেছে শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকালে।

রেল পুলিশ জানিয়েছে, কলকাতা পুলিশের এসআই সমরেন্দু চক্রবর্তী সন্ধে সাড়ে সাতটা নাগাদ শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর লোকালে ওঠেন। গন্তব্য ছিল দক্ষিণ বারাসত স্টেশন। যে কামরায় তিনি উঠেছিলেন, সেখানে চার-পাঁচজন যুবক বসে সিগারেট খাচ্ছিল। প্রথমে এক বয়স্ক যাত্রী প্রতিবাদ করলে যুবকরা তাঁকে দাবড়ে চুপ করিয়ে দেয়। এর পর মুখ খোলেন সমরেন্দুবাবু। তিনি বলেন, ভিড়ে সিগারেটের ধোঁয়ায় কষ্ট হচ্ছে। কিন্তু, যুবকরা তাঁকে পাল্টা গালিগালাজ করে বলে অভিযোগ। আর শাসাতে থাকে, দেখে নেওয়া হবে বলে।

দক্ষিণ বারাসত স্টেশনে ট্রেন ঢোকার পরই যুবকরা ওই বয়স্ক ব্যক্তিকে টেনে নামিয়ে মারধর শুরু করে। আবার প্রতিবাদ জানান সমরেন্দুবাবু। এবার ওই উন্মত্ত যুবকেরা চড়াও হয় সমরেন্দুবাবুর ওপর। তাঁর ওপর এলোপাথাড়ি কিল-ঘুষি-লাথি চলে। সমরেন্দুবাবুর চোখ থেকে চশমা পড়ে গিয়ে ভেঙে যায়। হাতের ব্যাগ থেকে ছড়িয়ে পড়ে কাগজপত্র। দুঃখজনক ঘটনা হল, যখন সমরেন্দুবাবুকে মারা হচ্ছে, তখন স্টেশনে বেশ ভিড়। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখেছে। একজনও প্রতিবাদ করেনি।

বর্তমানে গুরুতর জখম ওই এসআই কলকাতায় চিকিৎসাধীন। এই ঘটনায় জয়নগর থানা এবং দক্ষিণ বারাসত জিআরপি-তে অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশ অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছে।

English summary
Police officer raised voice against smoking, severely beaten up
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X