For Quick Alerts
For Daily Alerts
২ মাদক পাচারকারী সহ পুলিশের জালে দুই সশস্ত্র ডাকাত
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই ডাকাতকে গ্রেফতার করলো বসিরহাট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, শনিবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাটের পুলিশ সুপার কঙ্কর প্রসাদ বাড়ুইয়ের নির্দেশে ও বসিরহাট থানার আইসি প্রেমাশীষ চট্টরাজের নেতৃত্বে পুলিশ হানা দিয়ে ভারত বাংলাদেশ সীমান্তের ঢ্যামঢেমিয়া থেকে ওই দুই ডাকাতকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে একটি গুলিভর্তি বন্দুক, লোহার রড, ভোজালি আটক করেছে পুলিশ।

পাশাপাশি ১০লিটার তরল মাদক কোডেইন মিক্চার সহ দুই মাদক পাচারকারীকেও গ্রেপ্তার করে বসিরহাট থানার পুলিশ। অন্যদিকে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় ২ বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করলো পুলিশ।
২ মাদক পাচারকারীকে বারাসাত জেলা আদালতে তোলা হবে। ও বাকি ৪ ধৃতকে শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।