দুষ্কৃতী-তাণ্ডবের প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভে ধুন্ধুমার, অবরোধ তুলতে এসে আক্রান্ত পুলিশ
দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে শনিবার সকালে পথ অবরোধ করেন জগদ্দল বাজারের ব্যবসায়ীরা। এরপর অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। পরে র্যা।ফ নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। ব্যবসায়ীদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই ওই এলাকায় দুষ্কৃতী তাণ্ডব চলছে। তারই প্রতিবাদে পথ অবরোধ চলছিল।

ব্যবসায়ীরা জানান, প্রতিদিন দুষ্কৃতী তাণ্ডবে দোকান ভাঙচুর, লুঠপাট, বোমাবাজি লেগেই রয়েছে। মোটা টাকা তোলা আদায়ের হুমকিও চলছে সমানে। শুক্রবার রাতেও জগদ্দল বাজারে ব্যাপক বোমাবাজি হয়। বেশ কয়েকজন ব্যবসায়ীর দোকান ভাঙচুর হয়েছে। এই মর্মে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।
এই দুষ্কৃতী তাণ্ডবের জেরে আতঙ্কিত ব্যবসায়ীরা। পুলিশকে বারবার বলা সত্ত্বেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তারই প্রতিবাদে এদিন সকাল থেকেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। এরপর অবরোধ তুলতে এলেই বাধে বিপত্তি। পুলিশ আক্রান্ত হয় স্থানীয় ব্যবসায়ীদের হাতে।
জগদ্দল থানার পু্লিশ ঘটনাস্থলে পৌঁছতেই তাদের উপর চড়াও হন ব্যবসায়ীরা। উত্তেজিত জনতাকে সামাল দিতে তখন রীতিমতো নাকাল হতে হয় পুলিশ। পরে লাঠিচার্জ করে হঠিয়ে দেওয়া হয় বিক্ষুব্ধ জনতাকে। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যা ফ নামানো হয়। চলছে পুলিশ পিকেটও।