For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

থানাতেই মহিলাকে কু-প্রস্তাব, সাসপেন্ড হরিদেবপুর থানার আইসি

Array

Google Oneindia Bengali News

মহিলাকে কু প্রস্তাব দিলেন আইসি। আর এর জন্যই সাসপেন্ড হলেন তিনি। ওই মহিলা থানায় গিয়েছিলেন ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ জানাতে। আর সেখানে গিয়েই তাঁর সঙ্গে হল অভব্য আচরণ। আর সেটা কে করল? খোদ পুলিশ তাঁর সঙ্গে অভব্য আচরণ করে। জানা গিয়েছে ওই এস আইয়ের নাম আইনুল হক।

লালবাজারে ১০০ ডায়াল করে এসআইএর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। তারপরে বিভাগীয় তদন্ত শুরু হয়। এরপরেই ওই আইসি'কে বরখাস্ত করা হয়েছে। হরিদেবপুর থানায় এই ঘটনা ঘটে।

থানাতেই মহিলাকে কু-প্রস্তাব, সাসপেন্ড হলেন আইসি আইনুল হক

হরিদেবপুরে গত এক থেকে দেড় মাসের খবর বলছে সেখানে ক্রমে বাড়ছে অপরাধের পরিমাণ। নানা ভাবে হচ্ছে অপরাধ। স্পম্প্রতি এক হোমে ঘটেছিল এক ন্যক্কারজনক ঘটনা। হোমের ফাদার ওই প্রতিষ্ঠানের মধ্যেই একাধিক মহিলার সঙ্গে যৌন সংসর্গে বারবার লিপ্ত হয়েছেন, এখনও চালিয়ে যাচ্ছেন সেই কাজ।

বিস্ফোরক অভিযোগ ওঠে ব্রাদারের বিরুদ্ধে । শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরেই যৌন সংসর্গে লিপ্ত হয়েছেন ওই ব্রাদার। এমনটাই অভিযোগ। হরিদেবপুরের মিশনারির ব্রাদারকে এক শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার প্রতিষ্ঠানের দুই মহিলা কর্মীও। তাদের বিরুদ্ধে আবার ছবি তুলে ব্ল্যাকমেলের অভিযোগ রয়েছে।

ব্রাদার যৌন সংসর্গে লিপ্ত হন একাধিক মহিলার সঙ্গে । অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরেই ব্রাদার এই কাণ্ড করতেন। অভিযোগ দায়ের হরিদেবপুর থানা ও লালবাজারে। এরপরই গ্রেফতার করা হয় অভিযুক্ত ব্রাদারকে।

আর্থিকভাবে অত্যন্ত অস্বচ্ছল পরিবারের ছেলেমেয়েরা থাকে হরিদেবপুরের এই প্রতিষ্ঠানে। বেশিরভাগেরই কোনও অভিভাবক নেই। এই প্রতিষ্ঠানে পড়াশোনা যেমন শেখানো হয়। এরই পাশাপাশি শেখানো হয় কম্পিউটার, সেলাইয়ের কাজ। এক শিক্ষিকার অভিযোগ ছিল প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করছেন ব্রাদার নিজে। ব্রাদার বিভিন্ন শিক্ষিকার সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হন ২০১৫ সাল থেকে। প্রতিষ্ঠানের মধ্যেই তিনি এই কু-কাজ করছেন।

অভিযোগ আছে যে ২০১৫ সালেই সম্পর্ক ছিল এক শিক্ষিকার সঙ্গে। হস্টেলের মেয়েরা জানতে পারে সেই কাজ। তাঁরা সবাই মিলে প্রতিবাদ করে।। যে অভিযোগ করে সেই হয়ে যায় বরখাস্ত। খুব গরিব ছিল ওই মেয়েটির আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। ব্রাদার সাসপেন্ড করে দিয়েছে। যাবার কোথাও ছিল না। বাড়ি গেলেই তাঁকে অত্যাচার শ্য করতে হত বাড়ির লোক, পাড়ার লোকের। ব্রাদার নিজের ক্ষমতা খাটিয়ে ওই মেয়েটাকে সাসপেন্ড করে দিয়েছিল বিকেল পাঁচটায়। বেশি নয়। ঘণ্টা চারেক পেরিয়েছিল। ওই মেয়েটি প্রতিষ্ঠানেই আত্মহত্যা করেছিল।

জি-২০ সম্মেলন, বৃক্ষ রোপণ করে শুরু মোদী, বাইডেন, সুনক সহ রাষ্ট্রনেতাদের জি-২০ সম্মেলন, বৃক্ষ রোপণ করে শুরু মোদী, বাইডেন, সুনক সহ রাষ্ট্রনেতাদের

English summary
police ic suspend in haridevpur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X