
কয়লা কাণ্ডে পাল্টা চাপ, সিবিআইয়ের প্রধান তদন্তকারী অফিসারের বিরুদ্ধে FIR রাজ্য পুলিশের
কয়লা পাচারকাণ্ডের তদন্তে এবার তদন্তকারী অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার পুলিশ এফআইআর দায়ের করেছে। ডায়মন্ড হারবারের বাসিন্দা হাইবার আখানের অভিযোগের ভিত্তিতেই সিবিআইয়ের তদন্তকারী অফিসার উমেশ কুমার সহ একাধিক অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

কয়লা কাণ্ডে সিবিআইয়ের উপর পাল্টা চাপ ৈতরি করছে রাজ্য পুলিশ। কয়লা কাণ্ডের তদন্তকারী অফিসার উমেশ কুমার সহ অন্যান্য অফিসারদের বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী ডায়মন্ড হারবারের বািসন্দা হাইবার আখানের দাবি জেরার নামে নিজাম প্যালেসে ডেকে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। জোর করে তাঁকে ভয় দেখিয়ে বয়ান রেকর্ড করা হয়েছে বলে অবিযোগ করেছেন তিনি।
জানা গিয়েছে কয়লাকাণ্ডে তদন্তকারী অফিসার সহ অন্যান্য অফিসারদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। ১২০(বি), ১৯৫(এ), ৫০৬, ৪৬৫, ৪৬৭, ৪৬৮, ৩৪ ধারায় মামলা দায়ের হয়েছে। মামলার সব নথি ইতিমধ্যেই সিবিআই সংগ্রহ করেছে পুলিশের কাছে। প্রসঙ্গত উল্লেখ্য একুশের বিধায়নসভা ভোটের আগে কয়লা পাচার কাণ্ডের তদন্তে তৎপর হয় সিবিআই। অভিষের বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করে তারা। তাঁর বিদেশের ব্যাঙ্কের অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য জানতে চান সিবিআইয়ের তদন্তকারী আধিকারীকরা।
কয়েকদিন আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে জেরা করতে তাঁর বাড়িতে গিয়েছিলেন সিবিআইয়ের তদন্তকারীরা। সিবিআই ছাড়াও এই ঘটনার তদন্ত করছে ইডি। ইতিমধ্যেই একাধিকবার ইডির দফতরে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে ডেকে তাঁকে জেরা করা হয়েছিল। কয়লা পাচার কাণ্ডে বিধায়ক সওকত মোল্লাকেও একাধিক বার তলব করেছে সিবিআই। দক্ষিণ ২৪ পরগনার একাধিক ইট ভাটায় নাকি পাচার হওয়া কয়লা মজুত করে রাখা হত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। সেসম্পর্কে বিধায়ক কি জানেন তা নিয়ে জেরা করা হয়েছে শওকত মোল্লাকে। তদন্তকারীরা সওকত মোল্লার সহযোগীদেরও তলব করে জেরা করেছে বলে জানা গিেয়ছে।