For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি বিরোধিতায় আরও এক মাস্টারস্ট্রোক মমতাদের, পুলিশ মোতায়েনকে কেন্দ্র করে বড় পদক্ষেপ

বিজোপি বিরোধিতায় আরও এক মাস্টারস্ট্রোক মমতাদের, পুলিশ মোতায়েনকে কেন্দ্র করে বড় পদক্ষেপ

  • |
Google Oneindia Bengali News

বিজেপিকে একচুল জমি ছাড়তে নারাজ মমতা শিবির। ভোটের আগে সর্বোতভাবে বিজেপিকে রুখতে তৃণমূল কংগ্রেস কার্যত বদ্ধপরিকর। নীলবাড়ির লড়াই যখন আরও ক্লোজ হতে শুরু করেছে, তখন তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে পেশ করল আরও এক দাবি।

বহিরাগত তত্ত্ব ও বিজেপি বনাম তৃণমূল

বহিরাগত তত্ত্ব ও বিজেপি বনাম তৃণমূল

প্রসঙ্গত, বহিরাগত তত্ত্বে তৃণমূল প্রথম থেকেই বিজেপির ভিন রাজ্যের নেতাদের দিকে তাক করতে শুরু করে। যার জবাবে নন্দীগ্রামে মমতাকে 'বহিরাগত' বলে টার্গেট করে বিজেপি। এমন এক পরিস্থিতিতে বিজেপিকে রুখতে যাবতীয় পদক্ষেপে এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।

নির্বাচন কমিশন ও তৃণমূল কংগ্রেস

নির্বাচন কমিশন ও তৃণমূল কংগ্রেস

এদিকে, বিজেপি শাসিত রাজ্য থেকে যাতে বাংলার বুকে কোনও পুলিশ মোতায়েন না হয়, তা নিয়ে সুর চড়াতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল এমন দাবি নিয়ে বড় পদক্ষেপের পথে এবার। এই মর্মে কমিশনের দ্বারস্থ হয়েছে দল ।

 তৃণমূল কী জানিয়েছে চিঠিতে?

তৃণমূল কী জানিয়েছে চিঠিতে?

তৃণমূলের তরফে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, অবিজেপি রাজ্য থেকে SAP মোতায়েন নিয়ে তারা কোনও বিরোধিতা করছে না। তবে, বাংলার ভোটে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মতো রাজ্য থেকে পুলিশ মোতায়েন নিয়ে তৃণমূলের আপত্তি রয়েছে। এই নিয়ে তারা কমিশনকে একটি চিঠি লিখেছে দল।

 কেন বিরোধিতা?

কেন বিরোধিতা?

তৃণমূলের তরফে জানানো হয়েছে, নিরপেক্ষতার নিরিখে এই বিজেপি শাসিত রাজ্যের পুলিশ নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে। তারা ভোট পদ্ধতিকে ব্যাহত করতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে তৃণমূল। বিজেপি শাসিত রাজ্যের পুলিশ বাংলায় আসলে , তা ভোটের ক্ষেত্রে একপাক্ষিকতাকে উস্কে দেওয়ার সামিল হবে বলে দাবি তৃণমূলের।

বিজেপি বিরোধিতায় মাস্টারস্ট্রোক

বিজেপি বিরোধিতায় মাস্টারস্ট্রোক

বিজেপি বিরোধিতায় তৃণমূলের এই পদক্ষেপে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত মাস্টারস্ট্রোক দিয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে এই ক্ষেত্রে মমতা শিবির যে একচুলও জমি বিজেপিকে ছাড়ছে না , তা এই নতুন পদক্ষেপ থেকে বোঝা যাচ্ছে বলে মত অনেকের। তবে এই নিয়ে কমিশন কোনপথে হাঁটে সেদিকে নজর সকলের।

তারকেশ্বরের মেঠো জমিতে পদ্ম ফোটানোর অঙ্ক, বাংলার 'রোগ' ধরিয়ে দিলেন স্বপন দাশগুপ্ততারকেশ্বরের মেঠো জমিতে পদ্ম ফোটানোর অঙ্ক, বাংলার 'রোগ' ধরিয়ে দিলেন স্বপন দাশগুপ্ত

<strong>বেহালা পশ্চিমের প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রচার, সাথে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত</strong>বেহালা পশ্চিমের প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রচার, সাথে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত

English summary
Police Deployment from BJP ruled states opposed by TMC in West Bengal Poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X