বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত কাঁথি, এলাকায় মোতায়েন পুলিশ
বিজেপি তৃণমূলের সংঘর্ষের ঘটনায় মূলত সোমবারেও থমথমে কাঁথি। এলাকায় মোতায়ন রয়েছে পুলিশ।
রবিবার সন্ধ্যা নামতেই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় কাঁথি। শুভেন্দু অধিকারীর সভা শেষে ফেরার পথে আক্রান্ত হন বিজেপি কর্মীরা। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা শহরের বিভিন্ন প্রান্তে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পালটা বিজেপিও তৃণমূলের ব্যানার, পোস্টার ছিঁড়ে দেয় বলে অভিযোগ।

বিজেপির পক্ষ থেকে ঘটনার প্রতিবাদে শহরের বিভিন্ন প্রান্তে পথ অবরোধ করা হয়। রাস্তায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান শুভেন্দুর অনুগামীরা। অবরোধ তুলতে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। ভাঙচুর চালানো হয় পার্টি অফিসেও। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারপর থেকে কার্যত থমথমে পরিবেশ কাঁথি চত্বরে।

বিজেপির অভিযোগ, শুভেন্দুর সভা থেকে ফেরার পথে মুকুন্দপুর এলাকায় দলের কর্মীদের বেশ কয়েকটি বাস ও ছোট গাড়িতে হামলা চালায় তৃণমূল। এমনকী, হেনস্তা করা হয় মহিলা কর্মীদের। কাঁথি শহরের বিভিন্ন প্রান্তে পথ অবরোধ করেন বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। সবমিলিয়ে কার্যত অবরুদ্ধ হয়ে যায় কাঁথি। রাস্তায় জ্বালানো হয় টাওয়ার। বিজেপির বিরুদ্ধে আবার পাল্টা দলের ব্যানার, ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ তুলে তৃণমূল।
অনুমতি ছাড়াই হবে মেগা রোড শো, হুঙ্কার দিলীপ ঘোষের! বাধা দিলে কোন পথ, ঠিক করে ফেলেছে বিজেপি