For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলিশের উদ্যোগে ধর্মের ঊর্ধ্বে উঠে দুই বাংলার অনন্য রাখি বন্ধন পালিত

পুলিশের উদ্যোগে ধর্মের ঊর্ধ্বে উঠে দুই বাংলার অনন্য রাখি বন্ধন পালিত

  • |
Google Oneindia Bengali News

ভাতৃত্বের বন্ধন, 'রাখী' ভুলিয়ে দিল এপার বাংলার সঙ্গে ওপার বাংলার ও হিন্দু মুসলমানের ভেদাভেদ। করোনা সংকট কালের আবহে যখন সংক্রমনের ভয়ে আতঙ্কে গোটা দেশ তথা রাজ্য তখন ভারত-বাংলাদেশ সীমান্তের বসিরহাট উপ সংশোধনাগারে সম্প্রীতির রাখি বন্ধন ভুলিয়ে দিল সমস্ত ভেদাভেদ।

পুলিশের উদ্যোগে ধর্মের ঊর্ধ্বে উঠে দুই বাংলার অনন্য রাখি বন্ধন পালিত

সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, এদিন সংশোধনাগারে দুই বাংলার সব ধর্মের কয়েদিদের মাস্ক ও রাখী পরালো মহিলা পুলিশ কর্মীরা। উপস্থিত ছিলেন, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার কঙ্কর প্রসাদ বাড়ুই এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র, আইসি প্রেমাশিস চট্টরাজ সহ মহিলা পুলিশ কর্মীরা।

বসিরহাট জেলা পুলিশের কর্তাদের উপস্থিতিতে বসিরহাট মহকুমার উপ সংশোধনাগারে দেড়শো জন বন্দির হাতে সোমবার রাখী পূর্ণিমা উপলক্ষ্যে রাখী পড়ানো হয়। বন্দিদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। তাদেরকেও এদিন রাখি ও মাস্ক পরিয়ে মিষ্টিমুখ করানো হয়। বছরের এই দিনটা বাড়িতে থাকলে বোন বা দিদিরা রাখী পড়াতেন। সেই কথা মাথায় রেখেই এই আয়োজন করা হয়। বসিরহাটের হিংসা সংগঠিত করার অভিযোগে ধৃত বিচারাধীনদের হাতে এদিন সম্প্রীতির রাখি বেঁধে দিলেন তাঁরা।

করোনার মার, জৌলুসহীন জগদ্ধাত্রী পুজো আয়োজনের আশঙ্কাকরোনার মার, জৌলুসহীন জগদ্ধাত্রী পুজো আয়োজনের আশঙ্কা

English summary
Police celebrates Rakhi festival with inmates along Bangladesh border
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X