For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘রেডজোন’ হাওড়ায় করোনা লকডাউন উপেক্ষা করে উপচে পড়া ভিড়, আক্রান্ত পুলিশ

রেডজোন’ হাওড়ায় করোনা লকডাউন উপেক্ষা করে উপচে পড়া ভিড়, আক্রান্ত পুলিশ

Google Oneindia Bengali News

করোনার সংক্রমণ রুখতে লকডাউন চলছে। তা সত্ত্বেও করোনা ভাইরাসের রেডজোন হাওড়ার যে ছবি সামনে এল মঙ্গলবার, তা শুধুই আতঙ্কের। ভিড়ে ঠাসা বেলিলিাস রোড। পুলিশ সেই ভিড় সরাতে গিয়েই আক্রান্ত হল। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হল, ভাঙচুর হল দুটি গাড়ি। করোনা পরিস্থিতিতেও রণক্ষেত্র হেয় উঠল রেডজোন হাওড়া।

 ‘রেডজোন’ হাওড়ায় করোনা লকডাউন উপেক্ষা করে উপচে পড়া ভিড়, আক্রান্ত পুলিশ

অগ্নিগর্ভ এই পরিস্থিতি সামাল দিতে হাওড়া সিটি পুলিশের বিশাল বাহিনী নামানো হয়। নামানো হয় ব়্যাফ, কমব্যাট ফোর্স। এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এদিন সকাল থেকেই পুলিশ টহলদারি চলছিল। তখন স্বাভাবিক ছিল পরিস্থিতি। বিকেলে পুলিশ টহলের সময়ে দেখা যায় বেলিলিয়াস রোডে জটলা, তা সরাতে গেলেই রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়ার টিকিয়াপাড়া।

অভিযোগ, পুলিশ বাধা দিতেই চড়াও হয় উন্মত্ত জনতা। এই ঘটনায় তীব্র নিন্দা করেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে ব্যাখ্যা করেন তিনি। পুলিশকে জানান, দোষীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নিতে। বিজেপির পক্ষে রাহুল সিনহা জানান, লকডাউন প্রথম থেকে কার্যকর হয়নি বলেই এই সমস্যা। এই ঘটনা প্রমাণ এমন বহু জায়গায় লকডাউন অমান্য করছে।

রাজ্য পুলিশের পক্ষ থেকে এক টুইট বার্তা বলা হয়, হাওড়ার টিকিয়াপাড়ার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেক অপরাধীকে শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আইন হাতে তুলে নেওয়ার ঘটনাকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

English summary
Police attacked by mob in Howrah in coronavirus lockdown situation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X