For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রামনবমীতে 'মত্ত' মমতার পুলিশ! খাকি উর্দিতে লাঠি খেলা নিয়ে প্রশ্ন

শুধু কলকাতায় রাহুল সিনহা কিংবা খড়গপুরে দিলীপ ঘোষ নন। রামনবমীতে লাঠি লেখায় মত্ত হতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কর্মীদেরও।

  • |
Google Oneindia Bengali News

শুধু কলকাতায় রাহুল সিনহা কিংবা খড়গপুরে দিলীপ ঘোষ নন। রামনবমীতে লাঠি লেখায় মত্ত হতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কর্মীদেরও। সূত্রের খবর অনুযায়ী, যে ছবি সামনে এসেছে তা আসানসোলের। খাকি উর্দি গায়ে লাঠি খেলায় ব্যস্ত পুলিশকর্মীর নাম বরুণ মণ্ডল বলে জানি গিয়েছে। তিনি নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত বলে স্থানীয় সূত্রে খবর।

 রামনবমীতে মত্ত মমতার পুলিশ! খাকি উর্দিতে লাঠি খেলা নিয়ে প্রশ্ন

ঘটনাস্থল আসানসোল লোকসভা কেন্দ্রের কুলটি এলাকার বেজডির আখড়া। রামনবমী নিয়ে উৎসাহ ছিল সাধারণ বাসিন্দাদের মধ্যে। লাঠি লাঠি খেলায় অংশ নিয়েছিলেন। হঠাৎই দেখা যায় খাকি পোশাক পরে লাঠি খেলতে নেমে পড়েছে পশ্চিমবঙ্গের এক পুলিশকর্মী। যাঁর নাম বরুণ মণ্ডল। নিয়ামতপুর পুলিশ ফাঁড়ির এএসআই তিনি। ছবি সামনে আসতেই চাঞ্চল্য দেখা দেয়। বিতর্কও শুরু হয়ে যায়।
লাঠি খেলায় যথেষ্টই পারদর্শী দেখা গিয়েছে ওই পুলিশ কর্মীকে। সাধারণ মানুষও সেই লাঠি লেখা উপভোগ করেন। কিন্তু খাকি উর্দিতে কি আদৌ লাঠি লেখায় অংশ নেওয়া যায়, প্রশ্ন উঠতে শুরু করেছে সবমহলে।

English summary
Police ASI of Asansol took part in Ram Navami stick game
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X