এক কুইন্টাল গাঁজা সমেত দুই পাচারকারী পুলিশের জালে
অসমের মাদক পাচারকারী চক্রের দুই কুখ্যাত সদস্য সহ ১ কুইন্টালের বেশি গাঁজা ধরা পড়ল কলকাতায়। এদেরকে পশ্চিম বন্দর এলাকা থেকে আটক করে এসটিএফ এর একটি বিশেষ টিম।

পুলিশ জানিয়েছে, সোমবার পশ্চিম বন্দর থানা এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে এদের আটক করা হয়। প্রথমে একটি গাড়ি আটকেছিলেন এসটিএফের গোয়েন্দারা। ওই গাড়ি আটকে জিজ্ঞাসাবাদ করতেই লুকনো মাদকের হদিশ পায় পুলিশ। উদ্ধার হয় সবুজ প্যাকেটে মোড়া প্রায় ১৩৩ কিলো গাঁজা।
পুলিশ আরও জানিয়েছে, আটক করা গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর কলকাতার। গাড়িটি কার তার তদন্ত করছে পুলিশ। গাড়িতে থাকা ওই দু'জনের নাম ধনঞ্জয় দেবনাথ এবং বিপ্লব দেবনাথ। ওরা দু'জনেই অসমের নগাঁও জেলার হোজাইয়ের বাসিন্দা বলে জানায় তদন্তকারীরা।
এরা দু জন অসমের একটি কুখ্যাত মাদক পাচার চক্রের সদস্য। মণিপুর থেকে নাগাল্যান্ডের ডিমাপুর হয়ে ওই গাঁজা এসে পৌঁছয় অসমে। তদন্তে উঠে আসছে ডিমাপুরের কুখ্যাত মাদক পাচারকারী বাহারউদ্দিনের নামও। তবে গোটাটাই তদন্ত সাপেক্ষ। তদন্তকারীরা জানিয়েছেন, ওই মাদক কারবারের সঙ্গে মণিপুর এবং নাগাল্যান্ডের জঙ্গি গোষ্ঠীগুলোর সরাসরি যোগ থাকতে পারে। তারই তদন্ত করা হচ্ছে।