For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সীমান্ত দিয়ে ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল পাচারের চেষ্টা, গ্রেফতার ২ ছাত্রসহ ৩

বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বড়সড় সাফল্য। ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেটের এক ব্যবসায়ী চক্রকে গ্রেফতার করল স্বরূপনগর থানার পুলিশ।

  • By Abheek
  • |
Google Oneindia Bengali News

বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বড়সড় সাফল্য। ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেটের এক ব্যবসায়ী চক্রকে গ্রেফতার করল স্বরূপনগর থানার পুলিশ। রবিবার দুপুরে তেঁতুলিয়া শহীদ নুরুল ইসলাম কলেজের দ্বিতীয় বর্ষের দুই ছাত্র আলিবুদ্দিন মন্ডল, ইলিয়াস মন্ডল ও গাড়ি চালক রবিউল গাজিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত দুই ছাত্রের বাড়ি তেঁতুলিয়া। চালকের বাড়ি কাটাবাগান। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় তিন হাজার ইয়াবা ট্যাবলেট ও ২০০ বোতল ফেন্সিডিল।

সীমান্ত দিয়ে ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল পাচারের চেষ্টা, গ্রেফতার ২ ছাত্রসহ ৩

এরা দীর্ঘদিন ধরে উড়িষ্যার থেকে এনে এ রাজ্যের সীমান্ত পেরিয়ে কারবার চালাত বলে মনে করছে পুলিশ। ইতিমধ্যে ধৃতদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। তেঁতুলিয়া কলেজের অনেক ছাত্র সহ এলাকার যুবসমাজকে এই ট্যাবলেট সাপ্লাই দিত আলিবুদ্দিন ও ইলিয়াস। পাশাপাশি সীমান্তের ওপারে কোথায় নিয়ে যেত সেটাও খতিয়ে দেখছে স্বরূপনগর থানার পুলিশ। যে ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল উদ্ধার হয়েছে তার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। এই ঘটনায় চক্ষু চড়ক গাছ এলাকাবাসীর।
বেশ কয়েক বছর ধরে এই ট্যাবলেট কি করে আনত? এর সঙ্গে আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে কোন যোগাযোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার কঙ্কর প্রসাদ বাড়ুই ও স্বরূপনগর থানার ওসি তুষার বিশ্বাসের কাছে দীর্ঘদিন ধরে গোপন সূত্রে খবর আসতে শুরু করে। এবং পুলিশ কয়েক দিন ধরে তাদের ওয়াচ করতে শুরু করে এবং তারপরে তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ধৃতদের সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এর সঙ্গে কোনও বড় কোন পাচার চক্রের সঙ্গে যোগসূত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তাদের মোবাইল কল লিস্ট পরীক্ষা করছে স্বরূপনগর থানার পুলিশ।

English summary
Police arrests 3 with Yaba tablets and Phensidyl along Basirhat border
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X