For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেতনের দাবিতে মারধরে মৃত্যু চিকিৎসকের স্ত্রীর! গ্রেফতার গাড়ির চালক

বেতন না মেলায় এক চিকিৎসক ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ গাড়ির চালকের বিরুদ্ধে। সেই মারের কারণে মৃত্যু হয়েছে চিকিৎসকের স্ত্রীর।

  • |
Google Oneindia Bengali News

বেতন না মেলায় এক চিকিৎসক ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ গাড়ির চালকের বিরুদ্ধে। সেই মারের কারণে মৃত্যু হয়েছে চিকিৎসকের স্ত্রীর। মৃতের নাম মৌসুমী নাগ। বয়স ৬২ বছর । তাঁর স্বামী, চিকিৎসক সুব্রত নাগ এখন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি । পুলিশ এই ঘটনার জেরে গাড়ি চালক তপন দাসকে গ্রেফতার করেছে । সোমবার রাতে এই ঘটনা ঘটেছে বর্ধমান শহরে খাসবাগান এলাকায় ।

বেতনের দাবিতে মারধরে মৃত্যু চিকিৎসকের স্ত্রীর! গ্রেফতার গাড়ির চালক

জানা গিয়েছে, তপন সোমবার মৌসুমী নাগের কাছে গিয়ে বেতন চেয়ে বলে, তার টাকার দরকার, তাই তখনই বেতন দিতে হবে । মৌসুমী নাগ তাঁকে বলে যে এখন মাসের শেষ। তাই ১ তারিখ বেতন দিতে পারবেন। তপন দাস আবার টাকার কথা বললে মৌসুমী নাগ তাঁকে তাঁর স্বামীর কাছে পাঠান। সুব্রত নাগ একই কথা বলেন । এই নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন তপন দাস রেগে গিয়ে তাদের দুজনকে লাঠি দিয়ে মারধর করে বলে অভিযোগ । দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৌসুমী নাগকে মৃত বলে ঘোষণা করা হয় । আর চিকিৎসক সুব্রত নাগ এখন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি । পুলিশ জানিয়েছে, তপন দাসকে গ্রেফতার করা হয়েছে । ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে ।
English summary
Police arrest driver Tapan Das in connection with beating to death wife of a Doctor in Bardhaman town
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X