উত্তর দিনাজপুরে নাবালিকার বিয়ে রুখল পুলিশ
নাবালিকার বিয়ে আটকাতে এগিয়ে এলো পুলিশ প্রশাসন। পুলিশের উদ্যোগেই নাবালিকার বিয়ে আটকে দেওয়া হল। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুরসভা এলাকার হালদার পাড়ায় এই ঘটনাটি ঘটেছে।

ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে নাবালক ও নাবালিকাকে থানায় নিয়ে আসে। জানা গিয়েছে, ইসলামপুর পুরসভা এলাকার ৪ নম্বর ওয়ার্ডের হালদার পাড়ার বাসিন্দা নাবালক মহম্মদ গোলাপ ওরফে রাজের সঙ্গে বেলেঞ্চা গ্রামের বাসিন্দা নাবালিকা সাবেরা খাতুনের বিয়ে দেওয়া হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ওই নাবালিকার বিবাহ বন্ধ করার জন্য ঘটনাস্থলে যায়। সঙ্গে ছিলেন তৃনমূল কংগ্রেস পরিচালিত ইসলামপুর পুরসভার এক্সিকিউটিভ অফিসার চিত্তরঞ্জন মন্ডল, ভাইস চেয়ারম্যান মহম্মদ শরীফ ও তৃনমূল কাউন্সিলর সঞ্জয় দত্ত। দু'জনকে উদ্ধার করে নিয়ে আসা হয় ইসলামপুর থানায়।
নাবালক ও নাবালিকার পরিবারের লোকেদের সঙ্গে পুলিশ ও সরকারি আধিকারিকরা কথা বলে কম বয়সে বিয়ে না দেওয়ার সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি এই ধরনের বিবাহ আইনত অপরাধ তা বোঝানো হয় তাঁদেরকে। ভবিষ্যতে যাতে এ ধরনের কাজ না হয় তার জন্যও সতর্ক করা হয় পরিবারকে