কোথাও 'দাবাং' অবতার, কোথাও আক্রান্ত! নির্বাচন ঘিরে দিনভর পুলিশ কর্মীদের পরিস্থিতি নিয়ে কিছু তথ্য
পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তা ঘিরে আজ ছিল রাজ্য প্রশাসনের অ্যাসিড টেস্ট। একদফা ভোট পর্বে তৃণমূল শাসিত রাজ্যের পুলিশের সামনে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় নির্বাচন ঘিরে একাধিক অপ্রীতিকর ঘটনা। রাজনৈতিক হিংসা ঘিরে যখন ক্রমেই তপ্তহতে থাকে রাজ্যের বিভিন্ন প্রান্ত তখন নানা এলাকায় পুলিশি তৎপরতার ছবিটাও প্রকাশ হতে থাকে। একনজরে দেখা নেওয়া যাক পঞ্চায়েত নির্বাচন ঘিরে পুলিশকর্মীদের পরিস্থিতি কেমন ছিল।
[আরও পড়ুন:লাঠি হাতে দাদাগিরি! ভোটারদের বুথে ঢুকতে বাধা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, দেখুন ভিডিও]

বাঘমুণ্ডিতে আক্রান্ত পুলিশ , মারধর আমডাঙায়
পুরুলিয়ার বাঘমুণ্ডিতে বুথ দখলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি পুলিশ। এখানেও পুলিশের দিকে তেড়ে যেতে দেখা যায় দুষ্কৃতিদের একটি দল। অনেকেই সেই সময়ে প্রাণভয়ে ঢুকে যান বুথের ভিতরে। পুলিশকে সেখানে বেধড়ক মারধর করা হয় বলে খবর। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার আমাডাঙাতেও অশান্তি থামাতে গেলে মারধর করা হয় পুলিশকে।

দাবাং অবতারে পুলিশ!
এদিন, সকাল হতেই এক্কেবারে 'দাবাং' অবতারে দেখা যায় হুগলির তারকেশ্বরের ওসি অমিত মিত্রকে। কখনও বুথের মধ্যে ঢুকে আবার কখনও বুথের বাইরে দাঁড়িয়ে থাকা সন্দেহভাজনদের রীতিমত ফিল্মি কায়দায় হুমকি দিতে থাকেন তিনি। ভোটারদের আশ্বস্ত করেন যাতে তাঁরা নিশ্চিন্তে শান্তি পূর্ণভাব ভোট দেন সেবিষয়ে। বুথের সামনে জটলা হতে দেখলে বা বাইক বাহিনীর দাপট দেখলেই নিজেই তাকে আটকে দেন ওসি অমিত মিত্র । বুথের মধ্যে এক বহিরাগতকে রীতমত ধমক দিয়ে তিনি বলতে থাকেন 'গোট আউট!'

বীরভূম ও বাঁকুড়া
বীরভূমের বিভিন্ন এলাকাতেও এদিন পুলিশি তৎপরতা সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে। বাঁকুড়ার বিভিন্ন এলাকাতে বহিরাগতদের রুখতে পুলিশের সক্রিয় ভূমিকা দেখা যায়। যাবতীয় অপ্রিতীকর ঘটনা রুখতে এদিন তৎপর হয় বাঁকুড়া পুলিশ।

মালদহে আক্রান্ত ওসি
মালদহের রতুয়ায় বুথ দখল ও ব্যালট দখলের খবর পেতেই ঘটনাস্থলে ছুটে যান রতুয়া থানার ওসি দেবব্রত চক্রবর্তী। পুলিশের গাড়ি দেখেই হামলা চালাতে থাকে দুষ্কৃতিরা। আহত হন ওসি। রক্তাক্ত অবস্থায় তাঁকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ক্যানিং
ক্যানিং -এ ছাপ্পা রুখতে গিয়ে গুরুতর জখম হলেন কনস্টেবল জয়ন্ত নস্কর। ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

কোচবিহার
কোচবিহারের মুন্সিরহাটে দুষ্কৃতিদের আক্রমণে আহত হন রাজ্য পুলিশের এক কর্মী। সেখানের ৬/১৫১ নং বুথে গণ্ডগোলের জেরে তিনি আহত হয়েছেন।