For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃতীয় দফাতেও বাংলায় আসছেন প্রধানমন্ত্রী মোদী, মুকুলের জন্যে বরাদ্দ থাকছে চতুর্থ দফা

তৃতীয় দফাতেও বাংলায় আসছেন প্রধানমন্ত্রী মোদী, মুকুলের জন্যে বরাদ্দ থাকছে চতুর্থ দফা

  • |
Google Oneindia Bengali News

বিজেপির কাছে ২১ বিধানসভা নির্বাচন প্রেস্টিজিয়াস ফাইট। যেভাবেই হোক বাংলা দখল করতে চায় বিজেপি। ভোট ঘোষণার আগে থেকে শাহ তাঁর কোম্পানিকে ময়দানে নামিয়ে দিয়েছেন। তৃণমূলস্তরে গিয়ে কাজ করেছেন তাঁরা। বঙ্গ ভোটের নির্ঘণ্ট সামনে আসতেই বাংলায় ঝাঁপিয়ে পড়েছেন মোদী এবং অমিত শাহ। ডেলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডাকেও। এই অবস্থায় ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল বলছে, একজন ৬৫ বছরের মহিলার জন্যে মোদী-শাহকে ডেলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে।

বিতর্কের মধ্যেই ফের বাংলায় আসছেন মোদী

বিতর্কের মধ্যেই ফের বাংলায় আসছেন মোদী

মোদী-শাহের বাংলা সফর নিয়ে একের পর এক কটাক্ষ তৃণমূল। অনেকে বলছেন, একজন মহিলা কিনা দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীদের নাড়িয়ে দিয়েছেন। শুরু হয়েছে তোপ পালটা তোপ! এই অবস্থায় ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১০ এপ্রিল কৃষ্ণনগরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী মুকুল রায়ের সমর্থনে সভা করবেন মোদী। রাজনৈতিকভাবে যা কিনা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার সভা রয়েছে মোদীর

মঙ্গলবার সভা রয়েছে মোদীর

দ্বিতীয় দফার নির্বাচন চলাকালীন বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একের পর এক সভা করেছেন তিনি। ভোট চলাকালীন মোদীর বাংলা সফর নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি, বিধি ভঙ্গেরও অভিযোগ তাঁর। কিন্তু তাতে কার্যত কর্ণপাত না করেই ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। তবে এবার মোদীর গন্তব্য উত্তরবঙ্গ। দক্ষিণে যখন তৃতীয় দফার নির্বাচন চলবে তখন বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোচবিহার ও শিলিগুড়িতে সভা করবেন তিনি।

সভা রয়েছে মমতারও

সভা রয়েছে মমতারও

দক্ষিণবঙ্গের ভোট প্রচার কার্যত কিছুটা শেষ করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নজরেও উত্তরবঙ্গ। জানা যাচ্ছে, মঙ্গলবার উত্তরবঙ্গ উড়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বেশ কয়েকটি সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, আগামী ১০ এপ্রিল চতুর্থ দফায় ভোট রয়েছে উত্তরবঙ্গের দুই জেলা আলিপুরদুয়ার ও কোচবিহারে। যে কারণেই দক্ষিণবঙ্গের নির্বাচনের পর এ বার উত্তরবঙ্গে কোমর বেঁধে নামার প্রস্তুতি শুরু। এই তিনটি জনসভা থকেই ১৪টি আসনের জন্য প্রচার সারবেন মমতা। এই দফায় মোট ৪৪টি আসনে ভোট হবে।

এক নজরে মোদীর সভা

এক নজরে মোদীর সভা

তৃতীয় দ্ফা বাদ দিলে বাংলায় এখনও সাত দফার নির্বাচন বাকি। যার মধ্যে বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্র এমন রয়েছে যা তৃণমূলের শক্তঘাঁটি। সেখানে একের পর এক সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিজেপি সূত্রে খবর, ১০ তারিখ অর্থাৎ শনিবার প্রথমে কৃষ্ণনগর যাবেন তিনি। কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী মুকুল রায়ের সমর্থনে সভা করবেন। এরপর সেখান থেকে উড়ে যাবেন শিলিগুড়িতে। এরপর ১৭ এপ্রিল গঙ্গারামপুর এবং ২০ এপ্রিল মুর্শিদাবাদে সভা করার কথা প্রধানমন্ত্রীর মোদীর। সভা করার কথা রয়েছে আসানসোল এবং মালদহতেও। সেখানে ২২ এপ্রি সভা করতে পারেন প্রধানমন্ত্রী। এছাড়াও আরও সভা করার কথা রয়েছে তাঁর।

মোদী-শাহ দিয়ে ৭০টি সভা করার পরিকল্পনা ছিলই

মোদী-শাহ দিয়ে ৭০টি সভা করার পরিকল্পনা ছিলই

আগামী ৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের পর রাজ্যে পরপর সভা করে চলেছেন নরেন্দ্র মোদী। প্রাথমিকভাবে ঠিক ছিল ২০টি জনসভা করার। কিন্তু প্রধানমন্ত্রী মোদীকে সামনে রেখে ২৫ থেকে ৩০টি জনসভা করাতে চায় রাজ্য বিজেপি। আর সেই সভাগুলি নজরকাড়া কেন্দ্রে করাতে চেয়েছিল বঙ্গ-বিজেপি। আর বাকি ৫০টি জনসভা করবেন অমিত শাহ। এমনই ঠিক ছিল। এখনও পর্যন্ত যেভাবে এগোচ্ছে তাতে ৭০টি সভ করার টার্গেট ছাড়িয়ে যেতে পারে।

শ্রীরামপুরের পর চুঁচুড়ার সভাও বাতিল, নাড্ডার 'রণত্যাগে’ ঘরে-বাইরে প্রশ্নের মুখে বিজেপিশ্রীরামপুরের পর চুঁচুড়ার সভাও বাতিল, নাড্ডার 'রণত্যাগে’ ঘরে-বাইরে প্রশ্নের মুখে বিজেপি

English summary
pmModi come bengal third and fourth phase election in bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X