For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে ২ সভা মোদীর! প্রচারে ঝড় তুলতে সম্ভাব্য 'অস্ত্র'

বুধবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিনেই জোড়া সভা দিয়ে ঝড় তুলতেই চাইছেন তিনি। তাঁর ভাষণে চলে আসতে পারে তৃণমূলেরপরিবারতন্ত্রের কথা। অনুপ্রবেশ নিয়ে আক্রমণ চালাতে পারেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

বুধবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিনেই জোড়া সভা দিয়ে ঝড় তুলতেই চাইছেন তিনি। তাঁর ভাষণে চলে আসতে পারে তৃণমূলের পরিবারতন্ত্রের কথা। অনুপ্রবেশ নিয়ে আক্রমণ চালাতে পারেন তিনি। উঠে আসতে পারে সিন্ডিকেট এবং পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের কথা।

রাজ্যে সন্ত্রাস

রাজ্যে সন্ত্রাস

ভাষণে রাজ্যে সন্ত্রাসের কথা আগের বারের মতো ফের তুলে ধরতে পারেন। পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের কথা প্রধানমন্ত্রী রাজ্যে এসে উল্লেখ করেছিলেন। এবারও সেই কথা উঠে আসতে পারে।

অনুপ্রবেশ

অনুপ্রবেশ

রাজ্যের অনুপ্রবেশ সমস্যার কথাও উঠে আসতে পারে প্রধানমন্ত্রী মুখে। উঠে আসতে পারে নাগরিক পঞ্জীর কথা। আলিপুরপুর দুয়ারের সভা থেকে ইতিমধ্যেই
বিষয়টি তুলে ধরেছিলেন সভাপতি অমিত শাহ।

সারদা-নারদ কেলেঙ্কারি

সারদা-নারদ কেলেঙ্কারি

প্রধানমন্ত্রীর মুখে থাকতে পারে সারদা কিংবা নারদ কেলেঙ্কারির কথা। এর আগেই বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে বাধা দানের অভিযোগ তোলা হয়েছে।

সিন্ডিকেট

সিন্ডিকেট

আগের বারের মতো এবারেও সিন্ডিকেট নিয়ে অভিযোগ তুলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মমতার বিরোধী জোট

মমতার বিরোধী জোট

বিজেপির তরফ তেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার আক্রমণ করা হচ্ছে ১৯ জানুয়ারি জোট-প্রদর্শন নিয়ে। যদিও এই জোটের অনেককেই বিশাখাপত্তনমে
একসঙ্গে দেখা যায়নি। সেই বিষয়টি উঠে আসতে পারে প্রধানমন্ত্রীর ভাষণে।

[আরও পড়ুন: নিজের রাজ্যে মোদীকে আক্রমণে তৈরি ! মমতার সম্ভাব্য 'অস্ত্র' একনজরে][আরও পড়ুন: নিজের রাজ্যে মোদীকে আক্রমণে তৈরি ! মমতার সম্ভাব্য 'অস্ত্র' একনজরে]

আয়ুষ্মান ভারত প্রকল্প

আয়ুষ্মান ভারত প্রকল্প

মমতা বন্দ্যোপাধ্যায় আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন। যার ফলে রাজ্যের মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত। সেই কথা
উঠে আসতে পারে নরেন্দ্র মোদীর কথায়।

[আরও পড়ুন: দিল্লিতেও দলবদলের ধাক্কা! কেজরিওয়ালের দলের এই নেতাকে দেখা যেতে পারে বিজেপির প্রচারে][আরও পড়ুন: দিল্লিতেও দলবদলের ধাক্কা! কেজরিওয়ালের দলের এই নেতাকে দেখা যেতে পারে বিজেপির প্রচারে]

পরিবারতন্ত্র

পরিবারতন্ত্র

বিজেপির তরফ থেকে বারবার কংগ্রেসের পরিবারতন্ত্রের কথা তোলা হয়। তোলা হয় মমতা অভিষেকের কথাও। এই কথাও প্রধানমন্ত্রীর মুখে শোনা যেতে পারে।

[আরও পড়ুন: রাজ্যে প্রচার শুরুর আগে মমতার বড় দায়িত্ব এই অভিনেত্রীকে! ভবিষ্যৎ জল্পনা তুঙ্গে][আরও পড়ুন: রাজ্যে প্রচার শুরুর আগে মমতার বড় দায়িত্ব এই অভিনেত্রীকে! ভবিষ্যৎ জল্পনা তুঙ্গে]

English summary
PM Narendra Modi may stress on some points against Trinamool Congress on his campaign. Whichhe had said in West Bengal earliar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X