For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যুদ্ধ নয়, শান্তির বার্তা! বিবেকানন্দের আদর্শ মেনে রাষ্ট্রপুঞ্জের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী মোদী

বিবেকানন্দের ভারতের প্রতিনিধি হয়ে আমরা সন্ত্রাসবাদ মুক্ত করার আহ্বান জানাচ্ছি। মোদী বলেন, আমদের দেশ যুদ্ধ নয় বুদ্ধ দিয়েছে, শান্তির বার্তা দিয়েছে। আমি তাই শান্তির বার্তা দিয়ে যাচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

১২৫ বছর আগে মহান আধ্যাত্মিক গুরু স্বামী বিবেকানন্দ শিকাগোর বিশ্ব সম্মেলনে সম্প্রীতি এবং শান্তির বার্তা দিয়েছিলেন। সেই বিবেকানন্দের ভারতের প্রতিনিধি হয়ে আমরা সন্ত্রাসবাদ মুক্ত করার আহ্বান জানাচ্ছি। মোদী বলেন, আমদের দেশ যুদ্ধ নয় বুদ্ধ দিয়েছে, শান্তির বার্তা দিয়েছে। আমি তাই শান্তির বার্তা দিয়ে যাচ্ছে।

যুদ্ধ নয়, শান্তির বার্তা

মোদী বলেন, সন্ত্রাসবাদ মানবতা বিরোধী। সেই সন্ত্রাসবাদ রুখবে ভারত। সন্ত্রাসবাদের লড়াইয়ে সবথেকে বড় বলিদান দিয়েছে ভারত। তবুও এই দেশ যুদ্ধ নয়, শান্তির বার্তা দিয়েছে। এই নতুন যুগে আমাদের বহুপক্ষীয়তা এবং জাতিসংঘকে নতুন দিকনির্দেশনা দিতে হবে।

খণ্ডিত বিশ্ব নয়, এক হওয়ার সময় এসেছে

বিশ্বের চেহারা আজ বদলে যাচ্ছে। একবিংশ শতাব্দীর আধুনিক প্রযুক্তি, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, অর্থনীতি, সুরক্ষা, সংযোগ এবং আন্তর্জাতিক সম্পর্কে ব্যাপক পরিবর্তন আসছে। এমন পরিস্থিতিতে একটি খণ্ডিত বিশ্ব নয়, এক হওয়ার সময় এসেছে।

পদক্ষেপ নিয়েছি, যা বিশ্বের কাছে আদর্শ

মোদী বলেন, আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়াট চেষ্টা চালাচ্ছি। একইসঙ্গে বিশ্বকেও পথ দেখাচ্ছি আমরা। আমরা এমন কিছু পদক্ষেপ নিয়েছি, যা বিশ্বের কাছে আদর্শ। আমাদের স্লোগান ছিল সবকা সাথ সবকা বিকাশ। এখন সেই স্লোগান পরিবর্তন হয়েছে- সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসে।

৫০ কোটি মানুষকে পাঁচ লক্ষ টাকা

রাষ্ট্রপুঞ্জের সভায় তিনি এদিন বার্তা দেন, ২০২৫ সালের মধ্যে ভারতে যক্ষ্মামুক্ত রাষ্ট্রে পরিণত করা হবে। তিনি বলেন, বিশ্বের বৃহত্তর স্বাস্থ্যবিমা চালু করেছি আমরা। ৫০ কোটি মানুষকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে বছরে। তাঁদের চিকিৎসার জন্য এই অর্থ প্রদান করা হয়েছে। আগামী পাঁচ বছরে জল সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয়েছে।

পাঁচ বছরে ১১ কোটির বেশি শৌচাগার

মোদীর কথায়, আমরা একবার ব্যবহৃত প্লাস্টিক বর্জন অভিযান শুরু করেছি। মহাত্মা গান্ধীর জন্মদিবস থেকে এই অভিযান কর্মসূতি আকারে চালানো হবে। আমরা প্রভূত উন্নয়ন করেছি। স্বচ্ছ ভারত অভিযান আমাদের স্বপ্ন ছিল। আমরা পাঁচ বছরে ১১ কোটির বেশি শৌচাগার হয়েছে ভারতে।

English summary
PM Narendra Modi gives message from UN ‘wants Peace, no War’. Modi says India always fight against terrorism, now will fight against terrorism.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X